বাংলাহান্ট ডেস্কঃ সোমবার ছিল সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন। আর প্রথম দিনেই বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সকাল থেকেই করোনা পরিস্থিতি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে হট্টগোল শুরু করেছিলেন বিরোধীরা। আর এসবের মধ্যে নতুন মন্ত্রীদের পরিচয় করাতে না পেরে, কিছুটা ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে আজ উৎসাহের পরিবেশ থাকবে ভেবেছিলাম। মহিলা, আদিবাসী, সামাজিক, দলিত ও আর্থিকভাবে অনগ্রসর জাতি, কৃষক ও গ্রামীণ পরিবারের সন্তানেরা অনেকেরাই এবারের মন্ত্রীসভায় যুক্ত হয়েছেন। তাঁদের পরিচয় করিয়ে, উচিত ছিল বেঞ্চ বাজিয়ে তাঁদের স্বাগত জানানো। তবে অধ্যক্ষজিকে অনুরোধ করব, তাঁদের পরিচয়পর্ব ধরে নিলে ভালো হয়’।
গত ৭ ই জুলাই মন্ত্রীসভায় বড় রদবদল করেছেন প্রধানমন্ত্রী মোদী। আর সেখানে জায়গা পেয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ। কিন্তু এই বিষয়টাকে কিছু মানুষ সহ্য করতে পারছেন না বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
রাজ্যসভাতে নতুন মন্ত্রীদের নাম না বলতে পারায় তিনি বলেন, ‘সংসদে এটা প্রথমবার দেখছি, এবার কোন ধরণের মানসিকতা? এবারের মন্ত্রীসভায় বিশাল সংখ্যায় মহিলা, দলিত ও তপশিলী জাতির মানুষেরা মন্ত্রীতে পেয়েছেন। কিন্তু কয়েকজন বিরোধী তাঁদের সম্মান দিতে চাইছেন না। এমনকি তাঁদের নাম উচ্চারণ করা হোক, তাও চাইছেন না তাঁরা’।