এই কারণে বদলে যাচ্ছে সমুদ্রের জলের রঙ! অশনিসংকেত হিসেবে দেখছেন বিজ্ঞানীরা

বাংলা হান্ট ডেস্ক : ক্রমশ বদলে যাচ্ছে আবহাওয়া, বদলে যাচ্ছে জলবায়ু। মানুষের কার্যকলাপে বাতাসে মিশেছে বিষ, সমুদ্রে মিশেছে দূষণ। শস্য শ্যামলা সবুজ পৃথিবী এখন উজ্জ্বলতা হারিয়ে ফ্যাকাশে। ধীরে ধীরে বদলে যাচ্ছে সমুদ্রের (Ocean) জলের রঙ, এমনকি আগের মতো লবণাক্তও নয় জল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এর জন্য প্রাকৃতিক কারণের থেকেও বেশি ‘দায়ী’ মানুষ নিজে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বজুড়ে যে স্থলভাগ রয়েছে তার চেয়ে ৩ গুণ বেশি রয়েছে জলভাগ। আর সেই জলভাগের বেশিরভাগটাই রয়েছে মহাসমুদ্রের দখলে। আর এবার সেই সমুদ্রের জলের রঙ-ও (Ocean Colors) নাকি বদলাতে শুরু করেছে। আগামী দিনে বাকি জলের রংও বদলে যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। কী রঙ হয়েছে সমুদ্রের জলের?

মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ব্রিটেনের ন্যাশনাল ওসিয়ানোগ্রাফি সেন্টারের দাবি, বিশ্বের মহাসাগরগুলির জলের রঙ অন্তত ৫৬ শতাংশ বদলে গিয়েছে। এমনিতে সাগরের রঙ আমরা নীল বলেই জানি। তবে বিগত কয়েক বছর ধরেই সবুজাভ-ভাব বেড়েছে প্রশ্নাতীতভাবে বেশি। আর তা হয়েছে মাত্র ২০ বছরের ব্যবধানে।

সাম্প্রতিক এক গবেষণা থেকে জানা গিয়েছে, নিরক্ষরেখার কাছাকাছি যে সব মহাসাগরগুলি রয়েছে, শেষ দুই দশকে সেগুলির জলের রঙ অনেকটাই বদলে গিয়েছে। বিজ্ঞানীদের মতে, এটা হয়েছে বিশ্ব উষ্ণায়নের হাত ধরে। এমনি ঐ অঞ্চলের বাস্ততন্ত্রেও (Climate Change) অনেকটা বদল এসেছে বলে দাবি।

বিজ্ঞানীরা কিন্তু এই জলের রং বদলকে অশনিসংকেত হিসাবেই নিচ্ছেন। কারণ এই বদল দিন দিন বাড়বে বৈ কমবেনা। সাধারণ মানুষের কাছে বিষয়টা দৃশ্যমান না হলেও বিজ্ঞানীদের কাছে তা পরিষ্কার। এমনকি উপগ্রহ থেকে যে ছবি তোলা হয়েছে তাতেও বেশ স্পষ্ট বিষয়টি।

230712 patel oceans tease zobfse

সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ সায়েন্সের সিনিয়র বিজ্ঞানী স্টেফানি ডুটকিউইচ বলেছেন, এই ইকোসিস্টেমগুলি কীভাবে পরিবর্তিত হচ্ছে তা ঠিক পরিষ্কার নয়। সম্ভবত সমুদ্রের সমস্ত অংশে উপস্থিত ফাইটোপ্ল্যাঙ্কটনের প্রকারের পরিবর্তন হয়েছে। বিষয়টি যে সমস্ত ইকোসিস্টেমের উপর প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর