‘বাপীর বৌ দুটো পেয়েছে, আমরা কি মমতাকে ভোট দিই না?’, সায়নীকে কাছে ডেকে একি অভিযোগ বৃদ্ধার!

বাংলা হান্ট ডেস্কঃ হাইভোল্টেজ যাদবপুর আসন থেকে এবার সায়নী ঘোষকে (Saayoni Ghosh) টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। দাপুটে এই যুব নেত্রী এখন লোকসভা কেন্দ্রের অন্তর্গত নানান এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন। সম্প্রতি যেমন বারুইপুর পূর্ব বিধানসভার অধীন বৃন্দাখালি পঞ্চায়েত এলাকার ঘাটকান্দা, দমদমা মাছপুকুর এলাকায় প্রচারে গিয়েছিলেন তিনি।

লাল রঙের একটি হুডখোলা গাড়ি করে প্রচারে বেরিয়েছিলেন সায়নী। তৃণমূলের (Trinamool Congress) এই তারকা প্রার্থীকে দেখতে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। ঠাটাপোড়া রোদ মাথায় নিয়ে হাসিমুখে সকলের সঙ্গে জনসংযোগ করেন জোড়াফুল প্রার্থী। এলাকাবাসীর অভাব-অভিযোগের কথাও শুনতে দেখা যায় তাঁকে।

সায়নীকে হাতের নাগালে পেতেই একগুচ্ছ অভিযোগ জানান মহিলারা। রাস্তা-জল সংক্রান্ত নানান সমস্যা সম্বন্ধে তৃণমূল নেত্রীকে জানান তাঁরা। বলেন, ‘কিছু হল না। বর্ষাকাল এলে এখান দিয়ে হেঁটে যাওয়া যায় না। কল নেই’।

আরও পড়ুনঃ ‘বুঝতে পেরেছি নন্দীগ্রামে লোডশেডিং করে কী হয়েছিল’, ভূপতিনগর কাণ্ডে যা বললেন মমতা…

শুক্রবার বারুইপুরে (Baruipur) প্রচারে গিয়ে গাড়ি থেকে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে দেখা যায় সায়নীকে। তৃণমূলের যুব নেত্রীকে দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন এলাকাবাসীরা। তাঁদের কাছে ডেকে নেন জোড়াফুল প্রার্থী। গ্রামের মহিলাদের থেকে পানীয় জলের সমস্যার কথা শুনে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন সায়নী।

এদিকে সুফিয়া বিবি নামের গ্রামের এক মহিলা বলেন, ‘ওনাকে ডেকে কল না দেওয়ার বিষয়টি জানিয়েছি। সবাইকে দুটো করে কল দেওয়া হয়েছে। বাপির বৌ পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আমরা ভোট দিই না? ওঁরা দুটো করে কল কেন পেল?

saayoni ghosh jadavpur tmc candidate

নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনলেও বিষয়টিকে হাসিমুখেই মেনে নিয়েছেন সায়নী। যাদবপুরের তৃণমূল প্রার্থী বলেন, সাধারণ মানুষের যদি সমস্যা হয় তাহলে তো ওঁনারা জানাবেনই। জোড়াফুল প্রার্থীর কথায়, ‘সমস্যা হলে তো বলবেনই। ৯০ জন মানুষ ভালো কথা বললে সেটা দেখানো হবে না। একজন মানুষ যদি বলেন জল পাচ্ছেন না, সাংবাদিকরা বলবেন যে বিক্ষোভ হচ্ছে’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর