প্রধানমন্ত্রী হলে সবার আগে কী কাজ করবেন, জানিয়ে দিলেন রাহুল গান্ধী

   

বাংলাহান্ট ডেস্কঃ একটা সময় বাবা এবং ঠাকুমা বসেছিলেন দেশের সিংহাসনে। তবে এবার নিজে যদি প্রধানমন্ত্রী হন, তাহলে ঠিক করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)? প্রথম সরকারি আদেশ কী হবে তাঁর? এমন প্রশ্ন পেয়েই সঙ্গে সঙ্গে উত্তর দিলেন রাহুল গান্ধী।

সম্প্রতি দীপাবলি উপলক্ষ্যে কন্যাকুমারীর সেন্ট জোসেফ ম্যাট্রিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্মীদের সঙ্গে কিছুটা সময় কাটান রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে খাওয়া দাওয়াও করেন তাঁরা। আর সেই মুহূর্তের ভিডিও স্যোশাল মিডিয়ায় আপলোডও করেন রাহুল গান্ধী।

সেইসঙ্গে স্যোশাল মিডিয়ায় লেখেন, ‘সেন্ট জোসেফের ম্যাট্রিক উচ্চ মাধ্যমিক স্কুল মুলাগুমুডু, কন্যাকুমারী (তামিলনাড়ু) থেকে আসা বন্ধুদের সাথে কথোপকথন এবং ডিনার করলাম। তাঁদের এই সফর, আমার দীপাবলিকে আরও বিশেষ করে তুলেছে। সংস্কৃতির এই সঙ্গমকে আমাদেরকে রক্ষা করতে হবে’।

ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত সকলের মধ্যে সাধারণ ভাবে চেয়ার বসে রয়েছেন রাহুল গান্ধী। কথোপকথনে তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছেন রাহুল গান্ধী। তাদেরই মধ্যে একজন সদস্য কৃষকদের সংগ্রামে রাহুল এবং প্রিয়াঙ্কার অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ‘তাঁদের এই ব্যবহার, মানুষের সঙ্গে একতা প্রদর্শনের প্রতীক’।

এই আনন্দের মুহূর্তেই একজন রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোন সরকারী নির্দেশ আপনি জারি করতে চাইবেন?’ উত্তরে রাহুল গান্ধী জানান, ‘নারী সংরক্ষণ’। সঙ্গে আরও একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘নিজের সন্তানকে একটি জিনিস যদি শেখানোর কথা বলেন, তাহলে আমি বলব নম্রতা শেখাবো। কারণ নম্রতার মধ্যে দিয়েই বোঝার ক্ষমতা তৈরি হয়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর