আবারও তৃণমূলে ভাঙন! বিজেপিতে যোগ দিলেন বিধাননগরের ডেপুটি মেয়রের জামাই সোমনাথ ভট্টাচার্য

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা ভোটের পরবর্তী সময় তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিজেপিতে যোগ দিতে দেখা গেছে, যদিও ধারাটা শুরু হয়েছিল সপ্তদশ লোকসভার নির্বাচনের প্রাক পর্ব থেকেই। কিন্তু সেই ধারা যে এখনও অবধি অব্যাহত রয়েছে তার প্রমাণ মিলল আবারও। এবার বিজেপিতে যোগ দিলেন বিধাননগরের ডেপুটি মেয়র তথা তৃণমূলের হেভিওয়েট নেতা তাপস চট্টোপাধ্যায়ের জামাতা সোমনাথ ভট্টাচার্য।Untitled

ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে তিনিও ও বিজেপির অন্দরে। এদিন কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন সোমনাথ ভট্টাচার্য। আর সোমনাথ ভট্টাচার্যের বিজেপিতে চোখ দেওয়া কিছুটা হলেও শ্বশুর তাপস চট্টোপাধ্যায়ের কাছে অস্বস্তি তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একইসঙ্গে, এইদিন আরও ৪০০ জন সংখ্যালঘু বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপির স্লোগান উচ্চারণের সাথে সাথে দলীয় পতাকা হাতে তুলে নেন। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র উপস্থিতিতে এদিন শীতবস্ত্রও দান করা হয় অনুষ্ঠান মঞ্চ থেকে। তবে হঠাত্ সোমনাথ ভট্টাচার্যের দলবদল নিয়ে কোনও কারণ এখনও অবধি প্রকাশ্যে আসে নেই।

উল্লেখ্য, বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে মেয়র সব্যসাচী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয় তখনই মেয়র হিসেবে মেনে নিতে রাজি নয় বেশির ভাগ মেয়র পারিষদরা। বদলে মেয়র করা হয় বিধাননগর পুরনিগমের চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীকে।

ad

সম্পর্কিত খবর