বাংলাহান্ট ডেস্ক: বলিউডের এক এবং অদ্বিতীয় ‘এলিজিবল ব্যাচেলর’ সলমন খান (Salman Khan)। ষাট ছুঁইছুঁই হলেও এখনো বিয়ের নাম গন্ধও করছেন না তিনি। অদূর ভবিষ্যতে সাতপাক ঘোরার সম্ভাবনার কথা সলমনও বলেননি। তবে প্রেমের রসে বঞ্চিত নন তিনি। তরুণ বয়স থেকে এখনো পর্যন্ত একের পর এক প্রেমিকা বদলেছেন তিনি। পড়েছেন বিতর্কের মুখেও। তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি (Somy Ali) বারবার তোপ দেগেছেন তাঁর বিরুদ্ধে।
সলমনের টানে পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আসা সোমি এখন দু চক্ষে দেখতে পারেন না অভিনেতাকে। অতীতে একাধিক বার সলমনের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। এবার ফের একই কাণ্ড ঘটালেন সোমি। সোশ্যাল মিডিয়ায় সলমনের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে অশ্লীল ভাষায় তোপ দেগেছেন তিনি।
সোমি দাবি করেছেন, ভারতে তাঁর শো বন্ধ করে তাঁকে আইনি মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সলমন। শুধু তাই নয়, সোমি আরো অভিযোগ করেছেন, অভিনেতা নাকি বছরের পর বছর ধরে তাঁর উপরে শারীরিক অত্যাচার চালিয়েছেন। তাঁর গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়েছেন।
সলমনকে উগ্র পৌরুষে বিশ্বাসী বলে কটাক্ষ করে ‘শুয়োর’ বলতেও ছাড়েননি সোমি। সেই সঙ্গে যেসব অভিনেতা অভিনেত্রীরা সলমনকে সমর্থন করেন সকলকে ধিক্কার জানিয়েছেন তিনি। সোমি একা নন, আরো অনেক মেয়ের গায়েই নাকি হাত তুলেছেন সলমন, অভিযোগ অভিনেত্রীর। কিন্তু পোস্টটি করার কিছুক্ষণ পরেই তা কোনো কারণবশত মুছে ফেলেন সোমি।
এমন ঘটনা আগেও ঘটিয়েছেন সোমি। সলমন অভিনীত ‘ম্যায়নে পেয়ার কিয়া’র পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘একজন মহিলা অত্যাচারকারী। আর শুধু আমাকে নয়, আরো অনেককে। একে পুজো করা বন্ধ করুন দয়া করে। একজন দুঃখবিলাসী অসুস্থ মানুষ। আপনাদের কোনো ধারণাই নেই।’
অন্য একটি পোস্টে সলমনের নাম না করে তাঁকে ‘খুনি’ বলে দাবি করেছিলেন সোমি। কিন্তু সেই পোস্টদুটিও মুছে ফেলেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর পোস্ট মুছে ফেলার কারণ জানা যায়নি।
‘পান্ডিত্য করলেই রাজনৈতিকভাবে…’ সোহমের মন্তব্য ঘিরে তৃণমূলে বিরাট হইচই