সলমনকে প্রথম বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনিই, কী বলেছিলেন ভাইজান? জানালেন সোমি আলি

বাংলাহান্ট ডেস্ক: বয়স যতই বেড়ে চলুক না কেন, অনুরাগীর সংখ‍্যা নেহাত কম নয় সলমন খানের (salman khan)। বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে তিনি একজন। বহু অভিনেত্রীর সঙ্গেই জড়িয়েছেন সম্পর্কে, কিন্তু বিয়ের মতো বন্ধনে জড়ানোর মতো কাউকে পাননি এখনো। সলমনের বান্ধবীদের মধ‍্যে বেশ পরিচিত নাম সোমি আলি (somy ali)। সে সম্পর্কের দীর্ঘ অবসান ঘটলেও এখনো তাঁদের নিয়ে আলোচনা হয়।

‘ম‍্যায়নে পেয়ার কিয়া’ দেখার পরেই সলমনকে বিয়ে করার জন‍্য পাকিস্তান থেকে ভারতে পালিয়ে আসেন সোমি। নয় বছর ধরে সম্পর্কেও ছিলেন দুজন। সম্প্রতি সোমি জানান, তিনি যখন সলমনকে প্রথম প্রেম প্রস্তাব দেন তখন তাঁর প্রতিক্রিয়া কী ছিল। নেপালে যাওয়ার পথে সলমনকে সোমি জানান যে তাঁকে বিয়ে করার জন‍্যই ভারতে এসেছেন তিনি।

somy ali 1
সংবাদ মাধ‍্যমকে সোমি বলেন, “আমরা নেপাল যাচ্ছিলাম। ওর পাশেই বসেছিলাম আমি। ওর ছবি ওকেই দেখিয়ে আমি বলি, ‘এতদূর তোমাকে বিয়ে করার জন‍্যই এসেছি’। ও বলল, ‘আমার একজন প্রেমিকা আছে’। কিন্তু আমি পাত্তা দিইনি। আমার বয়স তখন মাত্র ১৬। এক বছর পর আমার ১৭ বছর বয়সে সম্পর্কটা শুরু হয়। সলমনই আমাকে প্রথম ভালবাসার কথা বলেছিল। বেশি পরিশ্রম করতে হয়নি আমাকে।”

সোমি আরো জানান, সলমন ও তাঁর পরিবারের থেকে অনেক কিছু শিখেছেন তিনি। কিন্তু কোনো সম্পর্কে যদি ভাল না থাকা যায় তবে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভাল। ঠিক সেটাই করেছিলেন তিনি ও সলমন। তবে আর পাকিস্তান ফিরে যাননি সোমি। নিজের মুলুকে নাকি প্রাণ সংশয় রয়েছে তাঁর।

Somy Ali
এখন আমেরিকায় থাকেন সোমি আলি। একটি অলাভজনক সংস্থাও চালান তিনি। গার্হস্থ‍্য হিংসা, ধর্ষণ, নারী পাচারের শিকার যে মহিলারা তাদের নতুন জীবন দিতে সাহায‍্য করেন তিনি। একসময় বলিউডে কিছু ছবিতে অভিনয় করলেও এখন গ্ল‍্যামার জগৎ থেকে সরে গিয়েছেন সোমি।

Niranjana Nag

সম্পর্কিত খবর