আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন, সুশান্ত মৃত্যুতে কার দিকে আঙুল তুললেন সোমি!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে একের পর এক ধামাকা করে চলেছেন সোমি আলি (Somy Ali)। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সোমির মূল পরিচয়, তিনি সলমন খানের প্রাক্তন প্রেমিকা। তল্পিতল্পা গুটিয়ে অনেকদিন আগেই বলিউড ছেড়েছেন তিনি। সলমনের সঙ্গেও নেই আর কোনো যোগাযোগ। তবে মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে মন্তব্য করে চর্চায় উঠে আসেন সোমি (Somy Ali)। বেশ কিছুদিন ধরেই যেমন সলমন এবং লরেন্স বিষ্ণোই প্রসঙ্গে মন্তব্য করে লাইমলাইটে রয়েছেন তিনি। এবার তাঁর কথায় উঠে এল সুশান্ত সিং রাজপুতের নাম।

সুশান্তকে নিয়ে সরব সোমি (Somy Ali)

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুটা একটা দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে বলিউড ইন্ডাস্ট্রিতে। ওই ঘটনার পর চার বছরের বেশি হয়ে গেলেও ক্ষত এখনো শোকায়নি। সুশান্ত মৃত্যু রহস্যের তদন্ত করতে আসরে নেমেছিল একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তদন্তের সমাধান হয়নি এখনো। তবে ময়না তদন্তের রিপোর্ট এবং সিবিআই দুদিকেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, সুশান্তের মৃত্যুটা ছিল আত্মহত্যা। কিন্তু এবার উলটো সুর শোনা গেল সোমির (Somy Ali) কথায়।

আরো পড়ুন : এই জায়গাগুলিতেই সর্বক্ষণ আনাগোনা করে সেলেবরা, কোন সিরিয়ালের কোথায় হয় শুটিং?

কী বললেন সলমনের প্রাক্তন?

তিনি দাবি করলেন, আত্মহত্যা করেননি সুশান্ত। তাঁর মৃত্যুটা ছিল ‘পরিকল্পিত খুন’। বদলে দেওয়া হয়েছে ময়না তদন্তের রিপোর্ট। এখানেই শেষ নয়। এর জন্য এইমসের ময়না তদন্ত বিভাগের সভাপতি চিকিৎসক সুধীর গুপ্তর দিকে আঙুল তুলেছেন সোমি (Somy Ali)।

আরো পড়ুন : আরো বিপাকে কানাডা প্রশাসন, হিন্দু মন্দিরে হামলার ঘটনায় মোদীর টুইট, করলেন বিষ্ফোরক দাবি!

সুশান্তকে নিয়ে বিষ্ফোরক সোমি

সম্প্রতি অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেন সোমি (Somy Ali)। সেখানেই একজন প্রশ্ন তোলেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে। এ বিষয়ে তাঁর মতামত জানতে চাওয়া হয়। উত্তরে কোনো রকম রাখঢাক না করেই সোমি (Somy Ali) বলেন, খুন করে আত্মহত্যা দেখানো হয়েছে সুশান্তের ঘটনায়। তিনি আরো বলেন, এইমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করা উচিত। কে বদলে দিল ময়না তদন্তের রিপোর্ট?

Somy Ali

উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর পর শোরগোল পড়েছিল বলিউডে। দীর্ঘদিন ধরে চলেছিল বিবাদ বিতর্ক। শেষমেষ অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে থিতিয়ে যেতে থাকে বিতর্ক। বর্তমানে সুশান্তকে ভুলেছেন অনেকেই। তবে প্রয়াত অভিনেতার পরিবার আজো রয়েছেন বিচারের আশায়।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর