মাত্র ১৭ বছর বয়স ছিল সোমির, যা করেছিলেন সলমন… ব্যথায় বিছানা থেকে উঠতে পারতেন না প্রাক্তন প্রেমিক

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘গোল্ডেন হার্টেড” অভিনেতা সলমন খানকে (Salman Khan) নিয়ে একাধিক গুঞ্জন রয়েছে। তাঁর গুণগ্রাহীও যেমন প্রচুর রয়েছে, তেমনি আবার এমনও অনেক মানুষ রয়েছেন ইন্ডাস্ট্রিতে, যাদের কাছে সলমনের অন্য একটি দিক প্রকাশ পেয়েছে। এমনি একজন হলেন অভিনেতার প্রাক্তন প্রেমিকা সোমি আলি। সলমনের (Salman Khan) বিরুদ্ধে বিভিন্ন সময়ে বহুবার মুখ খুলতে দেখা গিয়েছে।

সলমনের (Salman Khan) বিরুদ্ধে বিষ্ফোরক সোমি

সলমনের (Salman Khan) প্রেমে পড়ে পাকিস্তানের থেকে ভারতে চলে আসেন সোমি। অভিনেতার হাত ধরেই বলিউডে পা রাখেন তিনি। দুজনের প্রেম ইন্ডাস্ট্রিতে বহুল চর্চিত ছিল। কিন্তু সম্পর্ক ভাঙতেও বেশি সময় লাগেনি। মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রেখেছিলেন সোমি। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁকে যা সহ্য করতে হয়েছিল তা ভেবেই শিউড়ে ওঠেন তিনি এখন। ওই বয়সে তাঁর কোনো ধারণা ছিল না যে তাঁকে কীভাবে ব্যবহার করা হচ্ছিল।

Salman somy

কী বলেছিলেন ভাইজান: সাক্ষাৎকারে সোমি জানিয়েছিলেন, সলমন (Salman Khan) নাকি তাঁকে বলেছিলেন, বলিউডে শুধুমাত্র পুরুষরাই একাধিক প্রেম করতে পারে, ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য সঙ্গী বাছাই করতে পারে। কিন্তু মেয়েরা তা পারে না। একথা শুনে খুব অবাক হয়েছিলেন সোমি। তিনি আরো অভিযোগ করেছিলেন, শুধুমাত্র মানসিক নির্যাতনই নয়, শারীরিক নির্যাতনও করতেন সলমন (Salman Khan)।

আরো পড়ুন : প্রকাশ্যেই গোপন প্রেমের স্বীকৃতি! একটি সাক্ষর বিতর্কের ঝড় তুলেছিল উত্তম-সুচিত্রার পরিবারে

যন্ত্রণায় কাতরাচ্ছিলেন সোমি: সে সময়কার স্মৃতি স্মরণ করে সোমি জানিয়েছিলেন, একবার তাঁর উপর প্রচণ্ড শারীরিক নির্যাতন চালাচ্ছিলেন সলমন (Salman Khan)। সে সময়ে বন্ধ দরজার উপরে ধাক্কা দিয়ে তাঁকে থামানোর চেষ্টা করেছিলেন তাঁদের গৃহ সহায়িকা। আবার একবার সলমনের অত্যাচারে কোমরে প্রচণ্ড ব্যথা নিয়ে নিয়ে বিছানায় পড়েছিলেন। অভিনেত্রী টাবু তাঁকে দেখতে এসে চমকে উঠেছিলেন। কিন্তু সলমন (Salman Khan) নাকি খোঁজ পর্যন্ত নেননি।

আরো পড়ুন : আরিয়ানের ডেবিউ থেকে ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজন, একগুচ্ছ ওয়েব সিরিজ আসছে ২০২৫-এ

সোমি জানিয়েছিলেন, সলমনের প্রকৃত স্বরূপ তাঁর মা এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুই জানতেন। তবে বর্তমানে একটি বই লিখছেন সোমি। সেখানে সলমনের সঙ্গে তাঁর অতীতের অনেক অভিজ্ঞতাই তিনি লিপিবদ্ধ করে রাখবেন বলে জানিয়েছেন সোমি। ১৯৯৯ সালে সলমনের সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। তারপরেই পাকিস্তানে ফিরে যান সোমি। ফের ঐশ্বর্যর সঙ্গে সম্পর্কে জড়ান সলমন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর