প্রতিশ্রুতি দিলেও ঠিক করে না কেউ, জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি গিয়ে রাস্তা সারাইয়ে নেমে পড়ল জামাইরা

বাংলা হান্ট ডেস্কঃ জামাইষষ্ঠীর দিনে জামাইরাই হয় বড় অতিথি। তাদের আয়োজন আপ্যায়নের জন্যই হাতের সাজো সাজো রব। এবার ধরা পড়ল পুরো এক উল্টো ছবি। মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোয়ালা গ্রামে ভাঙা রাস্তা সাড়াইয়ের কাজে নেমে পড়লেন পাড়ার জামাইরাই। তাও আবার খোদ জামাইষষ্ঠীর দিনে। আসলে গত কয়েক বছর ধরেই ভেঙে গিয়েছে রাস্তা। দেড় কিলোমিটার এই কাঁচা রাস্তা নিয়ে কারোর কোনো হেলদোল নেই। অথচ প্রত্যেক বছরই শ্বশুর বাড়ি আসতে গিয়ে বিপদে পড়তে হয় জামাইদের। কখনও কখনও আসতে হয় জল কাদা ডিঙিয়েও। সেই কারণেই এবার রাস্তা সাড়াইয়ের কাজে নেমে পড়লেন তারাই।

তাদের এই কাজে উৎসাহিত হয়ে হাত লাগান গ্রামের অন্যান্য পুরুষরাও। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কারণে গ্রামের অনেক প্রত্যন্ত রাস্তাই কংক্রিট দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু গোয়ালা গ্রামের এই রাস্তাটার দিকে নজর নেই কারোরই। অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান সমীর লোহার বলছেন, এই কাঁচা রাস্তাটি জেলা পরিষদের আওতায়। আর সেই কারণেই পঞ্চায়েতের দ্বারা এই রাস্তা তৈরি দেওয়া সম্ভব নয়। অন্যদিকে জেলা পরিষদের আধিকারিকদের বক্তব্য, পঞ্চায়েত দু’বছরে ওই রাস্তার জন্য কিছু খরচ করেনি। ওটা পঞ্চায়েতের দায়িত্বের মধ্যে পড়ে।

সব মিলিয়ে তাই এই দ্বন্দ্বের মধ্যেই কেটে গিয়েছে বছরের পর বছর। রাস্তা সাড়াইয়ের কোনো কাজই হয়নি বীরভূমের এই গ্রামে। জামাইবাবুদের দাবি, ভোট এসেছে ভোট চলেও গেছে, রাস্তা রয়ে গেছে যেমন কার তেমনি। আর সেই কারণেই আজ জামাই ষষ্ঠীর দিনে রাস্তা সাড়াইয়ের কাজে হাত লাগিয়েছেন তারা। যাতে পরবর্তীতে আর এধরণের সমস্যায় না পড়তে হয়। গ্রামের মানুষও এতে উৎসাহ পাবে বলেই মত তাদের।

সব মিলিয়ে জামাই ষষ্ঠীর দিনে এমন একটা ছবি নিশ্চয়ই স্বাদ বদল করলো সকলের। সকাল থেকেই বিভিন্ন সেলিব্রিটিদের জামাইষষ্ঠী পালনের ছবি উঠে এসেছে খবরে। এবার শ্বশুরবাড়ির ভাঙা রাস্তা সাড়াইয়ের কাজে হাত লাগিয়ে অন্তত একদিনের সেলিব্রিটি হয়ে উঠলেন এলাকার জামাইরা।


Abhirup Das

সম্পর্কিত খবর