ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে পরপর সাত বার এশিয়া কাপ জিতলো। আর ভারতীয় দলের এই ধারাবাহিক পারফরম্যান্স দেখে মনে হচ্ছে এশিয়া কাপ যেন শুধুমাত্র ভারতের জন্যই তৈরি হয়েছে। ভারতের অনুর্দ্ধ 19 ক্রিকেট দল গতকাল রুদ্ধশ্বাস ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশকে 5 রানে হারিয়ে এবারের এশিয়া কাপ জিতে নিল। আর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় স্পিনার অর্থব আঙ্কোলেকর। ফাইনালে বাংলাদেশকে হারানোর পিছনে এইদিন সবচেয়ে বড় ভূমিকা ছিল অর্থব আঙ্কোলেকরের।
ফাইনালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটসম্যানরা। 34.4 ওভারে মাত্র 106 রান করেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ফাইনালে এত কম রান করে এশিয়া কাপ জয়ের আসা ছেড়ে দিয়েছিলেন অনেকেই। সেই সময় বল হাতে জ্বলে ওঠে ভারতীয় বোলিং। এত কম রান ডিফেন্স করেও জয় ছিনিয়ে আনে ভারতীয় বোলাররা।
ফাইনালে মাত্র 28 রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন ভারতীয় স্পিনার অর্থব আঙ্কোলেকর। অপরদিকে ছেলের ম্যাচ সেরা হওয়ার খবর পেয়ে চোখে জল চলে আসে অর্থবর মায়ের। অর্থবর মা মুম্বাইয়ের একটি সরকারি বাসের কন্ডাক্টর তিনি ছেলের ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার খবর পেয়ে চোখে জল নিয়েই টিকিট কাটতে থাকেন। অর্থবর মা জানান নয় বছর আগে অর্থবর বাবা তাদের ছেড়ে স্বর্গলাভ করেছেন তারপর থেকে ভারতীয় দলের জার্সি পরে দেশের হয়ে অর্থবর খেলার পথ ছিল খুব কঠিন।
এইদিন অর্থবর মা বলেন ফাইনাল ম্যাচের দিন সকালে আমার ডিউটি ছিল তাই প্রথম থেকে ম্যাচ দেখতে পাই নি। কিন্তু ডিউটি থেকে ফিরে যখন ম্যাচ দেখতে শুরু করলাম তখন দেখলাম মাত্র 106 রান করেছে ভারতীয় দল। তখন মনে মনে খুবই হতাশ লাগছিল যে ম্যাচটা হয়তো জিততে পারবো না, কিন্তু তারপর অর্থবর দুর্দান্ত বোলিংয়ে পুনরায় খেলায় ফেরে ভারত। উনি বলেন যখন শেষ উইকেট টি অর্থব তুলে নেয় তখন আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছিল।