ব্যাংক ডাকাতি করে গ্রেফতার বিজেপির সহযোগী দলের জেলা সভাপতির ছেলে

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের নালন্দা জেলার রাজগীর থানা এলাকার পিলখীর একটি ব্যাংকে চার মাসে আগে আড়াই লক্ষ টাকার ডাকাতি করা হয়েছিল। ওই ব্যাংক ডাকাতি কাণ্ডে দুই অভিযুক্তকে পুলিশ ঝাড়খণ্ডের রাঁচি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ব্যাংক ডাকাতের একজন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান (Ramvilas Paswan) এর দল LJP এর নেতার ছেলে।

bank

তাঁর পরিচয় নালন্দার LJP এর জেলা সভাপতি রাজু পাসওয়ানের ছেলে শশি পাসওয়ান বলে জানা গেছে। শশি পাসওয়ান এর আগেও বিহারশরীফের সোহসরায় এর ক্যানাড়া বাংক ডাকাতিতে যুক্ত ছিল। আপনাদের জানিয়ে দিই, দুই বছর আগে ওই ব্যাংক থেকে ৩৬ লক্ষ টাকা লুট করা হয়েছিল। সেই সময়ও পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল, এরপর সে জামিনে মুক্তি পায়।

LJP জেলা সভাপতির ছেলের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অনেক কয়েকটি মামলায় যুক্ত থাকার অভিযোগ আছে। সে চার মাসে আগে রাজগীরের পিলখী এর দেনা ব্যাংকের একটি শাখাতে ডাকাতি করেছিল। এর আগে আরও দুই জায়গায় ব্যাংক লুটে তাঁর নাম উঠে এসেছিল। শেষ ব্যাংক লুট করার পর সে পলাতক ছিল, অনেক তল্লাশি অভিযান চালিয়ে শেষে তাঁকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, দেনা ব্যাংকে লুটপাট চালানোর পর শশি বিহার ছেড়ে ঝাড়খণ্ডে পালিয়ে যায়। অনেক অভিযান চালানোর পর পুলিশ তাঁকে গ্রেফতার করায় সফলতা হাসিল করে। আরেকদিকে ডাকাতি কাণ্ডে LJP জেলা সভাপতির ছেলের নাম সামনে আসার পর কার্যত ব্যাকফুটে দলের প্রধান ওঠা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান।


Koushik Dutta

সম্পর্কিত খবর