প্রয়াত পরেশ অধিকারীর ছেলে! ২৮ বছর বয়সেই হার্ট অ্যাটাক, না ফেরার দেশে হীরকজ্যোতি

বাংলা হান্ট ডেস্ক: প্রয়াত কোচবিহারের মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর (Paresh Adhikary) পুত্র হীরকজ্যোতি অধিকারী (Dr. Hirak Jyoti Adhikary)। জানা গিয়েছে, হৃদরোগে (Cardiac Arrest) আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি। হীরকজ্যোতি পেশায় একজন চিকিৎসক ছিলেন। বয়স ছিল মাত্র ২৮ বছর।

জানা গিয়েছে,শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ হঠাৎই অসুস্থ বোধ করেন হীরকজ্যোতি। সঙ্গে সঙ্গে তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তখনই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার তাপস কুমার দাস জানিয়েছেন, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি ডিজিজ থাকায় তাঁর মৃত্যু হয়েছে।

কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী ডাক্তার হিসেবে নিযুক্ত ছিলেন হীরকজ্যোতি। এছাড়াও জেলা তৃণমূল (TMC) সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। হীরকের মৃত্যুতে শোকাচ্ছন্ন তাঁর পরিবার।

উল্লেখ্য, এসএসসি (SSC) দুর্নীতিতে নাম জড়িয়েছিল পরেশ অধিকারীর। মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও নিজের ক্ষমতার বলে মেয়ে অঙ্কিতা অধিকারীকে (Ankita Adhikary) স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে বারংবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় পরেশবাবুকে। এদিকে এবার অকালে ছেলেকে হারিয়ে ব্যক্তিগতভাবে বিপর্যয়ের মুখে পড়লেন তিনি।

hirak

এদিকে এই শুক্রবার তৃণমূলের জন্য খুব একটা ভালো গেল না। সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) ইডির হাতে গ্রেফতারি, এরপর হীরকজ্যোতির মৃত্যু, বিপর্যয়ের মুখে শাসকদল।

Monojit

সম্পর্কিত খবর