মায়ের পর ছেলে! ২৭ বছর পর একই আর্মি ট্রেনিং অ্যাকাডেমি থেকে উত্তীর্ণ হওয়ার পোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

বাংলাহান্ট ডেস্ক : মায়ের পথেই হাঁটলেন ছেলে। মায়ের আর্মি ট্রেনিং স্কুল থেকে দীর্ঘ ২৭ বছর পর ছেলের সসম্মানে উত্তীর্ণ হওয়ার পোস্ট সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে আসতেই তা রীতিমতো নজর কাড়ে নেটিজেনদের। ভাইরাল পোস্টটিতে দেখা যাচ্ছে, অবসরপ্রাপ্ত মেজর স্মিতা চতুর্বেদী তার নিজের অ্যাকাডেমি থেকেই সদ্য “পাশ আউট” ছেলের সাথে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। আর বলা বাহুল্য, দীর্ঘ ২৭ বছর পর মা আর ছেলে দুজনের মুখেই যেন খুশির ছাপ স্পষ্ট।

সূত্রের খবর, চেন্নাইয়ের এক জনসংযোগ কর্মকর্তা তার অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে শেয়ার করেন এই হৃদয়গ্রাহী পোস্টটি। আর টুইটারে শেয়ার হওয়ার সাথে সাথেই চতুর্বেদী পরিবারের কাহিনী আজ ইন্টারনেট মাধ্যমে লোকমুখে ছড়িয়ে পড়ে। আদতে, এই পোস্টটিতে ফুটে উঠেছে এক মা ও ছেলের অন্যরকম গল্প। সন্তানকে নিরন্তর অনুপ্রেরণা দিতে থাকা এক মায়ের লড়াইয়ের ছবিই যেন ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়।

এই দুর্দান্ত পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, “একজন মহিলা অফিসারের জন্য এটি একটি বিরল আনন্দের মুহূর্ত। ২৭ বছর আগে অর্থাৎ ১৯৯৫ সালে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে মেজর স্মিতা চতুর্বেদী (অব.) কমিশন পেয়েছিলেন। আর আজ তার ছেলেকে সেই একই অ্যাকাডেমি থেকে একই পদ্ধতিতে কমিশন পেতে দেখছেন।”

উচ্ছ্বসিত স্মিতা চতুর্বেদীর তরফে ইতিমধ্যেই একটি ছোট ভিডিওও শেয়ার করা হয়েছে। তিনি তার ছেলের কৃতিত্বের পরে কতটা উচ্ছ্বসিত বোধ করেছিলেন সে সম্পর্কে তিনি নানান কথা বলেছেন। বিগত বছরগুলিতে অ্যাকাডেমির কর্মকাণ্ড কতটা বদলেছে সেকথা তুলে ধরার পাশাপাশি তিনি পুরানো দিনের কথাও স্মরণ করেছেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর