‘হিজড়ে’র মতো দেখতে সোনা মহাপাত্রকে! সলমনের বিরুদ্ধে বলায় গায়িকা বেনজির আক্রমণ ভাইজান ভক্তের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাজিদ খানকে (Sajid Khan) সমর্থনের জন‍্য লাগাতার নিন্দার মুখে পড়ছেন সলমন খান (Salman Khan)। বিগ বসের নতুন সিজনে ‘মিটু’ অভিযুক্ত সাজিদকে প্রতিযোগী হিসাবে সুযোগ দেওয়ায় বিগ বস নির্মাতাদের সঙ্গে সলমনকেও তুলোধনা করছেন সকলে। ইতিমধ‍্যেই একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে তাঁকে শো থেকে বের করার দাবি জানিয়েছেন। এবার সলমনের বিরুদ্ধে বলে ভাইজানের অনুরাগীদের নজরে পড়লেন গায়িকা সোনা মহাপাত্র (Sona Mohapatra)।

নেটমাধ‍্যমে বেনজির কটাক্ষ করে গায়িকাকে রীতিমতো অপমান করেছেন সলমনের ওই ভক্ত। টুইটে তিনি কটাক্ষ শানিয়েছেন, সোনার ‘হিজড়ে’র মতো মুখ দেখে কারোর যৌন উত্তেজনা জাগা সম্ভব নয়। ভাইজানের বিরুদ্ধে মুখ খোলায় এমন অশ্লীল ট্রোলের মুখে পড়তে হয়েছে সোনাকে।


তবে গায়িকা নীরবে সহ‍্য করার পাত্রী নন। পালটা কটাক্ষে ধুয়ে দিয়েছেন তিনি। সপাটে জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘সব মহিলারা তো আপনাদের মতো জঘন‍্য মানসিকতার মানুষদের যৌন উত্তেজনা বাড়ানোর জন‍্যই নিজেদের বুদ্ধি, মুখশ্রী বানিয়েছেন। সেটা যেসব মহিলারা সাজিদ খানকে সমর্থন করছেন আর সলমন ভাইয়ের ফার্মহাউসে গিয়ে ঘোড়ায় চড়ছে তাদের কাজ হতে পারে, আমার নয়।’

নাম না করে জ‍্যাকলিন ফার্নান্ডেজ, ডেইজি শাহ, ইউলিয়া ভান্টুরদের কটাক্ষ শানিয়েছেন সোনা। অনেকেই জানেন, সময় সুযোগ পেলেই নিজের পানভেলের ফার্মহাউসে পৌঁছে যান সলমন। তাঁর অনেক নায়িকা বান্ধবীই হাজির হন সেখানে। বিশেষ করে লকডাউনের সময়ে ইউলিয়া, জ‍্যাকলিনরা সলমনের সঙ্গে তাঁর ফার্মহাউসেই ছিলেন, একথাও কারোয অজানা নয়। তবে উত্তর দিতে গিয়ে অন‍্য মহিলাদের নিন্দা করার জন‍্যও সমালোচনার মুখে পড়েছেন সোনা।

 

এর আগেও সলমনকে তোপ দাগায় গণধর্ষণের হুমকি পেয়েছিলেন সোনা। গায়িকা জানিয়েছিলেন, জীবনের সবথেকে খারাপ সময়ের মধ‍্যে দিয়ে গিয়েছিলেন তিনি। চরম কুরুচিকর, অশ্লীল ট্রোল তো ছিলই, খুনের হুমকিও পেয়েছিলেন সোনা। এমনকি সব সীমা অতিক্রম করে টিফিন বক্সে মল ভরে পাঠানো হত তাঁর স্টুডিওতে!

X