‘মিটু’র অভিযোগের পরেও ইন্ডিয়ান আইডলে বিচারক, অনু মালিককে তীব্র কটাক্ষ সোনা মহাপাত্রের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট থেকে সরার নামই করছে না রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ (indian idol)। শোয়ের এই ১২ তম সিজন হঠাৎ করেই একের পর এক বিতর্কের জেরে সংবাদ শিরোনামে উঠে আসছেন। প্রতিযোগী থেকে বিচারক, কেউই বাদ যাননি ট্রোল থেকে। এমনকি কয়েকজন তারকাও মুখ খুলেছেন এই শোয়ের বিরুদ্ধে। এবার বিচারক অনু মালিকের (anu malik) বিরুদ্ধে সরব হলেন গায়িকা সোনা মহাপাত্র (sona mohapatra)।

বেশ কিছুদিন ধরেই ইন্ডিয়ান আইডলের বিচারক অনু মালিক। এবার সেই বিষয়ের প্রতি সোনা মহাপাত্রের দৃষ্টি আকর্ষণ করে এক ব‍্যক্তি টুইট করে লেখেন, অনু মালিক সম্ভবত মিটু অভিযোগটা ভুলে গিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে শোয়ে বিচারকের আসনে রয়েছেন তিনি। ইন্ডিয়ান আইডল, সোনি টিভি, অনু মালিক এর মতো হ‍্যাশট‍্যাগও ব‍্যবহার করেছেন তিনি টুইটে।


সেই টুইটটি শেয়ার করে সোনা কটাক্ষ করেছেন, ‘আবর্জনা আবর্জনাকেই পছন্দ করে’। গায়িকার এই টুইটটি দ্রুত ভাইরাল হয়েছে। উল্লেখ‍্য, এর আগে অনু মালিকের বিরুদ্ধে ‘মিটু’র অভিযোগ এনেছিলেন সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত, নেহা ভাসিনের মতো গায়িকারা। একাধিক অভিযোগের জেরে তখনকার মতো ইন্ডিয়ান আইডলের বিচারকের আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছিল অনুকে।

শো থেকে তখন সরে দাঁড়ালেও সোশ‍্যাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করেন সঙ্গীত পরিচালক। সমস্ত অভিযোগ অস্বীকার করে অনু দাবি করেন তিনি কোনো ভুল কাজ করেননি। বিবৃতিতে তিনি বলেন, ‘এক বছর হয়ে গেল আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের যা আমি করিইনি। এত বছর আমি অপেক্ষা করেছিলাম সত‍্যিটা নিজে থেকে প্রকাশ হওয়ার জন‍্য। কিন্তু আমি বুঝতে পেরেছি আমার এই নীরবতাকে আমার দুর্বলতা বলে ভেবে নেওয়া হয়েছে। দুই মেয়ের বাবা হয়ে আমি এমন কিছুর ব‍্যাপারে ভাবতেও পারি না, করা তো দূরের কথা।’

সম্পর্কিত খবর

X