অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে হাট বন্ধ করাল তৃণমূল, গরিবের পেটে লাথি বলে কটাক্ষ বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এই ঘটনার প্রতিবাদে বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভে নেমেছে তৃণমূল কর্মী ও সমর্থকরা। একইসঙ্গে এদিন শান্তিনিকেতনের (Shantiniketan) জনপ্রিয় ‘সোনাঝুরি’ হাট একদিনের জন্য বন্ধ রাখা নিয়ে শুরু হলো নয়া বিতর্ক। হাট ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করা হলেও আবার এটিকে তৃণমূল নেতৃত্বের ‘সিদ্ধান্ত’ বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।

উল্লেখ্য, বীরভূমের শান্তিনিকেতনে সোনাঝুরি জঙ্গলে সপ্তাহের প্রতিদিন হাট বসলেও শনিবার বড় আকারে বসে এটি। এদিন হাট অঞ্চলে লোকের ভিড়ও থাকে চোখে পড়ার মতো। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভিড় জমান সোনাঝুরি হাটে। হস্ত শিল্পের পাশাপাশি গয়না এবং পোশাক সামগ্রী বিক্রি হয় এখানে। তবে এদিন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারের প্রতিবাদে হাট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। এদিন আচমকাই এলাকায় মাইক হাতে উপস্থিত হয়ে হাট বন্ধ করার ঘোষণা করেন তৃণমূল নেতারা। তাদের দাবি, “এই হাটে এমন অনেক শিল্পী রয়েছে, যারা অনুব্রত মণ্ডলের জন্য পয়সা রোজগার করেন। তাই অনুব্রতকে গ্রেফতার করার প্রতিবাদে হাট বন্ধ থাকতে চলেছে।”

এরপরই এ ঘটনাকে কেন্দ্র করে শাসক দলকে কটাক্ষ ছুড়ে দেয় গেরুয়া শিবির। বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, “অনুব্রত মণ্ডলকে জেলে ঢোকানোর প্রতিবাদে বোলপুরে থিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএমসির) আজ মিছিল বলে সোনাঝুরি হাট বন্ধ করে দেওয়া হয়েছে। ওদের মিছিলের জন্য গরিব মানুষগুলোর কেনাবেচা বন্ধ করে পেটে লাথি মারা হলো।”

anubrata 7

প্রসঙ্গত, সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বর্তমানে আদালতের নির্দেশে দশ দিন সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। প্রথমে পার্থ এবং পরবর্তীতে অনুব্রত মণ্ডল, একের পর এক তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারের মামলায় সম্প্রতি কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতার বিষয়ে প্রশ্ন ছুড়ে দেয় তৃণমূল কংগ্রেস। বর্তমানে তাদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ঘাসফুল শিবির। আবার অপরদিকে, অনুব্রত গ্রেফতারি ঘটনায় বাংলার বিভিন্ন প্রান্তে ঢাক-ঢোল বাজানোর পাশাপাশি গুড় ও বাতাসা বিলি করে চলেছে বিরোধী দলগুলি। এর মাঝে সোনাঝুরি হাট বন্ধ করার সিদ্ধান্ত রাজনৈতিক পারদ চড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।


Sayan Das

সম্পর্কিত খবর