বাংলাহান্ট ডেস্ক : পুজোয় বহু মানুষই বেড়াতে যান। তাঁদের মধ্যে অনেকেই যান শান্তিনিকেতন। আর পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণই হল সোনঝুরির হাট। সেখান থেকে বিভিন্ন জিনিস কেনেন পর্যটকরা। তবে, এবার পুজোয় সরকারের তরফে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার জেরেই কপালে দুঃখ আছে ক্রেতা, বিক্রেতা উভয়েরই।
বোলপুর মহকুমা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, দুর্গাপুজোর সময় ৫ দিন বন্ধ থাকবে সোনাঝুরির হাট। মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত হাট বন্ধ রাখার বিষয়ে ঘোষণা করা হয়েছে। মূলত আগত পর্যটকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে।
আরোও পড়ুন : কোন স্টেশনে নামলে কী ঠাকুর? উত্তর থেকে দক্ষিণ, এবার মেট্রোতেই করুন বড়পুজোগুলো দেখার প্ল্যান
উল্লেখ্য, শুক্র, শনিবারের পাশাপাশি এখন প্রায় প্রতিদিনই হাটে ভিড় দেখা যায়। ফলে ওই এলাকায় যানজট একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরপর দু’বছর বসন্ত উৎসবে অত্যধিক ভিড় হওয়ার কারণে ওই এলাকা প্রায় অবরুদ্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিস ও প্রশাসনকে নাকানিচোবানি খেতে হয়।
আরোও পড়ুন : হাতে রাখুন সামান্য টাকা, বিশাল সস্তায় পুরী ভ্রমণের দুর্দান্ত সুযোগ! মিস করলেই পস্তাবেন
তাই এই পরিস্থিতি এড়াতে এদিন মহকুমা প্রশাসনিক ভবনে একটি বৈঠক ডাকা হয়। মহকুমা শাসক অয়ন নাথ ছাড়া উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় চট্টোপাধ্যায়। এছাড়া শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার তন্ময় বন্দ্যোপাধ্যায় ও হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্রও ওই বৈঠকে যোগ দেন।
এবিষয়ে হাট কমিটির সম্পাদক তন্ময় মিত্র বলেন, সাধারণ মানুষের অসুবিধা করার লক্ষ্য হাটের শিল্পীদের নয়। তাই পুজোর পাঁচদিন প্রশাসনের নির্দেশ হাটের সমস্ত শিল্পী ও ব্যবসায়ীদের জানানো হয়েছে। তাঁরা নির্দেশ মেনে পাঁচ দিন দোকানপাট বন্ধ রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। পুজোর সময় কেনাকাটা করার মতো প্ল্যানিং থাকলে তাদের সেই পরিকল্পনা বানচাল হবে।