বাংলাহান্ট ডেস্ক: টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির না থাকায় সোনাক্ষী সিনহার (Sonakshi Sinha) নামে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন দিল্লির এক ইভেন্ট ম্যানেজার। জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁর নামে। ৩৭ লক্ষ টাকা আগাম নিয়েও নাকি অনুষ্ঠানে হাজির হননি সোনাক্ষী। এই খবরে কিছুদিন ধরেই তোলপাড় বিনোদুনিয়া। বিষয়টা নিয়ে এবার সরব হলেন সোনাক্ষী।
এতদিন নীরব থাকলেও এবার সাফাই দিয়ে একটি বিবৃতি জারি করেছেন অভিনেত্রী। সেখানে তাঁর দাবি, সমস্তটাই ভুয়ো খবর। তাঁকে বদনাম করার জন্যই যাচাই না করে এমনটা রটানো হচ্ছে। নিজের উপর থেকে সমস্ত অভিযোগই ঝেড়ে ফেলেছেন সোনাক্ষী।
তিনি লেখেন, ‘গত কয়েকদিন ধরে গুজব ছড়ানো হচ্ছে যে আমার বিরুদ্ধে নাকি জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কোনো সত্যতা যাচাই ছাড়াই এই গুজব গুলো রটানো হচ্ছে। পুরোটাই একটা বানানো গল্প। কোনো অসৎ ব্যক্তি আমাকে হেনস্থা করার জন্য এটা রটাচ্ছে। আমি সমস্ত সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের কাছে অনুরোধ করছি, এই ভুয়ো খবর ছড়াবেন না। এটা প্রচার পাওয়ার জন্য করা হচ্ছে।’
সোনাক্ষীর দাবি, এত বছর ধরে যে সুনাম তিনি অর্জন করেছেন সেটা নষ্ট করার চেষ্টা চালাচ্ছেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। নিজে প্রচারে আসার জন্য আর অভিনেত্রীর থেকে অর্থ আদায় করার জন্য এই ভুয়ো খবর ছবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
সোনাক্ষী জানান, তাঁর আইনজীবীর দল বিষয়টি দেখছেন। মোরাদাবাদ আদালতে মামলাটির বিচার চলছে এবং এলাহাবাদ হাইকোর্ট তাতে স্থগিতাদেশ দিয়েছেন। যতক্ষণ না কোনো রায় আদালত দেয় ততক্ষণ এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না বলেই জানিয়েছেন সোনাক্ষী।
জানা যায়, দিল্লির একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন সোনাক্ষী। মোরাদাবাদের কাটঘর পুলিস স্টেশন এলাকার বাসিন্দা প্রমোদ শর্মা নামের এক ব্যক্তি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে মুখ্য অতিথি রূপে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল সোনাক্ষীকে।
আগেভাগে ৩৭ লক্ষ টাকা পারিশ্রমিকও নিয়ে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু শেষমেষ উপস্থিত হতে পারেননি তিনি। এবার টাকা ফেরত চেয়েছেন অনুষ্ঠানের আয়োজক। কিন্তু সটান মানা করে দিয়েছেন সোনাক্ষীর ম্যানেজার। বেশ কয়েকবার টাকা ফেরত চেয়েও না পাওয়ায় সরাসরি সোনাক্ষীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন ওই ব্যক্তি।
মোরাদাবাদে এসে একবার বয়ান রেকর্ড করেছিলেন বটে সোনাক্ষী, তবে তারপর থেকে আর তাঁর পাত্তা পাওয়া যায়নি। এরপরেই অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আদালতের তরফে। তবে সোনাক্ষীর এমন কোনো পরোয়ানাই জারি হয়নি।