লাইমলাইট পেতে অন‍্যের ছবি নিজের বলে চালানো, হুমা কুরেশিকে আইনি নোটিস পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হুমা কুরেশিকে (huma qureshi) আইনি নোটিস পাঠানোর হুমকি দিলেন সোনাক্ষী সিনহা‌ (sonakshi sinha)। তাঁর ছবি নিজের নামে চালানোর অভিযোগে হুমার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর অভিযোগ, অন‍্যের ছবি নিজের নামে চালিয়ে হুমা প্রমাণ করতে চান তিনি সুন্দরী। সোশ‍্যাল মিডিয়ায় লাইমলাইট পাওয়ার জন‍্যই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি, দাবি সোনাক্ষীর।

শেষমেষ অন‍্যের ছবি নিজের নামে চালাতে গিয়ে ধরা পড়লেন হুমা কুরেশি! চমকানোর আগে আসল ঘটনাটা জেনে নিন। আসলে পুরোটাই ঘটেছে মজার ছলে। সোনাক্ষী আইনি নোটিস পাঠানোর হুমকি দিয়েছেন বটে, তবে তা কেবলই মজা করে। আর শত্রুঘ্ন কন‍্যার এই ভুয়ো হুমকি বা মজা যাই বলুন, তা নিয়ে নেটদুনিয়ায় হাসি ঠাট্টাও কিন্তু কম হচ্ছে না।


ঘটনার সূত্রপাত হুমার শেয়ার করা একটি ছবি দিয়ে। রবিবার রাতের হ‍্যালোউইন পার্টির ছবি সোমবার নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেন হুমা। একটি রঙিন কঙ্কালের মাস্কের পেছনে মুখ লুকিয়ে লেন্সবন্দি হয়েছেন তিনি। সঙ্গে অনুরাগীদের হ‍্যালোউইনের শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী।

মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট।
সেখানেই নজর কেড়েছে সোনাক্ষীর মন্তব‍্যটি। তিনি প্রশ্ন করেছেন, ‘আমার ছবি আমার অনুমতি ছাড়া পোস্ট করছ কেন? আর নিজের বলে সেগুলো চালিয়ে দিচ্ছো কেন?’ সঙ্গে দুটো হাসির ইমোজিও দিয়েছেন তিনি। তাতেই স্পষ্ট সমস্তটা মজা করেই বলেছেন সোনাক্ষী। হুমার ছবি নিজের ইনস্টা স্টোরিতেও শেয়ার করে সোনাক্ষী লিখেছেন, ‘শুধুমাত্র প্রশংসা পাওয়ার জন‍্য আমার ছবি পোস্ট করা বন্ধ কর। তোমাকে আইনি নোটিস পাঠাচ্ছি।’

https://www.instagram.com/p/CVutY4tDIvz/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শেষবার হুমাকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের ‘বেল বটম’ ছবিতে। অক্ষয় ও হুমা ছাড়াও ছবিতে ছিলেন লারা দত্ত, বানী কাপুর ও আদিল হুসেন। এরপর প্রযোজক বনি কাপুরের আগামী ছবি ‘ভাল্লিমাই’তে দেখা যাবে হুমাকে। আগামী বছর জানুয়ারি মাসে পোঙ্গল উৎসবের সময় মুক্তি পাবে ছবিটি। এছাড়া আলিয়া ভাটের ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’তেও একটি ক‍্যামিও চরিত্র রয়েছে হুমার।

অপরদিকে সোনাক্ষীকে আগামীতে দেখা যাবে হরর কমেডি ঘরানার ছবি ‘কাকুড়া’তে। ছবিতে রয়েছেন রিতেশ দেশমুখ ও সাকিব সালিম। শেষ বার সোনাক্ষীকে দেখা গিয়েছিল অজয় দেবগণ ও সঞ্জয় দত্ত অভিনীত ভূজ: দ‍্য প্রাইড অফ ইন্ডিয়া ছবিতে।

X