ক‍্যান্সার হয়েছে জানতে পেরে সারা রাত কেঁদে কাটিয়েছিলেন এই বলিউড ব‍্যক্তিত্ব

 

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি নেহা ধুপিয়ার ” টক শো ” তে হাজির ছিলেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে।সেখানে “ক‍্যান্সার” প্রসঙ্গ উঠতেই খানিকটা মন মরা হয়ে যান এই অভিনেত্রী ,যদিও সেই সব দিনের ভয়ংকর অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার ক‍রলেন এই অভিনেত্রী।জানিয়েছেন যখন জানতে পারেন এই মারন রোগ তার শরীরে থাবা বসিয়েছে তখন বিষয়টি কোনও রকম ভাবেই মেনে নিতে পারেন নি তিনি।শুধু নিজেকে একটাই প্রশ্ন করেছেন, কেনো এমনটাই হলো তার সাথে।সেইদিন রাত কিছুতেই দুই চোখ এক করতে পারে নি ,বারবার সেই মারন রোগের চিন্তা পেয়ে বসে তাকে।রাত কাটে কান্নার মধ্যে দিয়ে, যদিও পরবর্তী সময়ে নিজেকে শক্ত করে তুলেছিলেন এই অভিনেত্রী।

 

প্রসঙ্গত,গতবছর সোনালীর ক‍্যান্সার ধরা পড়লে গোটা বলিউড জুড়ে লক্ষ্য করা যায় এক শোকের আবহ, এর ই মাঝে আমেরিকায় চিকিৎসার উদ্দেশ্যে পাড়ি দেন তিনি।

d6b8d 210441 8475644 updates

মারন রোগের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিটি মুহূর্তে সকলের সাথে শঞেয়ার করেছিলেন তিনি ।‌বর্তমানে ক‍্যান্সার মুক্ত সোনালী চান এই মারন রোগে আক্রান্ত দের পাশে দাড়াতে।

সম্পর্কিত খবর