বিরাট জনপ্রিয়! অভিষেকের বিরুদ্ধে লড়তে পারেন তারই পিসি, মাষ্টারস্ট্রোক বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Vote)। সম্প্রতি ২০২৪ লোকসভা ভোটের দিনক্ষণও ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটদান প্রক্রিয়া। ইতিমধ্যেই বাংলায় ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভার সমস্ত প্রার্থীকে এক সঙ্গে নিয়ে রীতিমতো চমকে দিয়েছে সকলকে। তবে বাংলার প্রধান বিরোধী দল বিজেপি (BJP) এখনও সমস্ত কেন্দ্র থেকে তাদের প্রার্থী দিতে পারেনি। তবে শোনা যাচ্ছে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবারই লোকসভা ভোটের তৃতীয় তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির।

বিজেপির প্রকাশ করা প্রথম তালিকায় ছিল বাংলার ২০ জন প্রার্থীর নাম। যদিও আসানসোল কেন্দ্র থেকে লড়বেন না বলেই জানিয়েছেন ভোজপুরী গায়ক পবন সিং। সূত্রের খবর, আজ বাকি প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে বিজেপি। তালিকায় থাকতে পারে বাংলার ২৩ জনের নাম। আর এরই মধ্যে জল্পনার পারদ চড়ছে হাইভোল্টেজ ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্র নিয়ে।

   

জানা যাচ্ছে, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র প্রার্থী নিয়ে চিন্তায় রয়েছে গেরুয়া শিবির। একেই সেখানকার সাংসদ অভিষেক। ২৪ লোকসভা নির্বাচনেও তিনিই ওই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন। আর তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জন্য প্রার্থী নিয়ে ভাবনা বাড়ছে পদ্মে।

সূত্রের খবর, ডায়মন্ডহারবার কেন্দ্রে বিজেপির ভরসার জায়গা হতে পারেন একদা মমতার ছায়াসঙ্গী, সোনালী গুহ (Sonali Guha)। অভিষেক তাকে পিসি বলেই সম্বোধন করতেন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার জন্য ইতিমধ্যেই প্রস্তাব দেওয়া হয়েছে সোনালিদেবীকে। সবকিছু ঠিক থাকলে ডায়মন্ড হারবারে থেকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবেন তিনবারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী।

sonali guha , abhishek

আরও পড়ুন: ‘আমার ভুল ছিল’, ভোটের আগে বিস্ফোরক স্বীকারোক্তি শুভেন্দুর, ভরা সভায় যা বললেন…

জানা যায়, অভিষেককের লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছিয়ার বিধায়ক ছিলেন সোনালী। বিজেপিতে যোগদানের পর গত বছর বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য করা হয়েছে তাকে। অভিষেক গড় ডায়মন্ড হারবারের দায়িত্বই রয়েছে তার কাঁধে। তৃণমূলে থাকতে সোনালীকে পিসি বলে ডাকতেন অভিষেক। অভিষেককেও বাবু বলে ডাকতেন সোনালী। এবার সেই সোনালীই ভোটযুদ্ধে অভিষেকের মুখোমুখি হতে পারেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর