বাংলা হান্ট ডেস্কঃ একদা ছায়াসঙ্গী ছিলেন তৃণমূল (All India trinamool Congress) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ওনাকে যোগ্য সম্মানও দিয়েছিলেন মমতা। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে রাগে অভিমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালী গুহ (Sonali Guha)। তিনি বিজেপিতে যোগ দেওয়ার সময় বলেছিলেন যে, তিনি টিকিট চাননা। তিনি শুধু দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করতে চান। বিজেপির তরফ থেকেও সোনালী গুহকে বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়া হয়নি।
এরপর ২ মে ফল প্রকাশের পর দেখা যায় যে, বিজেপির ২০০ আসন নিয়ে বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। উল্টে তৃণমূল অভূতপূর্ব ফল করে ফের বাংলার মসনদে এসেছে। আর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তৃণমূলের এই অভূতপূর্ব জয়ের পরেই নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলত্যাগীদের একে একে মোহভঙ্গ হওয়া শুরু হয়।
সেই মোহভঙ্গদের তালিকায় নাম লেখান তৃণমূলের প্রাক্তন দাপুটে বিধায়ক সোনালী গুহ। তিনি একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে লেখেন, ‘সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন। আমি সোনালী গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়েছিলাম। ওটা আমার চরম ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি সেখানে মানিয়ে নিতে পারছি না। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি। আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দিন।”
প্রিয় দিদি @MamataOfficial @AITCofficial pic.twitter.com/ZOtiSvvUSO
— SONALI GUHA (BOSE) (@SONALIGUHABOSE) May 22, 2021
তখন থেকেই বাংলার রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল যে, দিদি কি তাঁর স্নেহতলে থাকার সুযোগ করে দেবেন সোনালী গুহকে? এবার হয়ত তেমনই কিছু হতে চলেছে। কারণ এবার সটান মুখ্যমন্ত্রীর বাড়িতে হাজির হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সোনালী গুহ সাংবাদিকদের জানান, ‘দিদির ভাই প্রয়াত হয়েছেন। তাঁর শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। দিদির সঙ্গে আমার দেখা হয়েছে। আজ সুব্রত বক্সী আর আমি ছাড়া কারও নিমন্ত্রণ ছিলনা।”
তৃণমূল ওনাকে ফিরিয়ে নেবে নাকি, সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সোনালী বলেন, ‘দলনেত্রীর ভাবভঙ্গী দেখে মনে হয়েছে উনি আমাকে বুকে টেনে নেবেন। আগামী ৫ তারিখ দলের কোর কমিটির বৈঠক রয়েছে, সেখানে হয়ত কিছু হবে।”