টপলেস অবতার বা বিকিনি ফটোশুট, নেটদুনিয়ায় তুমুল ভাইরাল সোনালির বোল্ড ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনালি রাউত (sonali raut) রীতিমতো ‘ইন্টারনেট সেনসেশন’ বনে গিয়েছেন। নিত‍্যনতুন বোল্ড ফটোশুট দিয়ে অনুরাগীদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন সোনালি। এর আগে টপলেস ছবি শেয়ার করে রাতারাতি লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিলেন তিনি।
এবার ফের নতুন ফটোশুট শেয়ার করে নেটদুনিয়ায় কার্যত আগুন লাগাচ্ছেন সোনালি। সোশ‍্যাল মিডিয়ায় তিনি ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা মুখিয়ে থাকেন সোনালির নতুন ছবির জন‍্য।


সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় সোনালিকে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ১০ লক্ষেরও বেশি। উত্তরোত্ত‍র জনপ্রিয়তা বেড়েই চলেছে এই অভিনেত্রীর।

https://www.instagram.com/p/CCQoqE_gBqY/?igshid=2i4vp3bffm9l

https://www.instagram.com/p/CAuw5X6gWsV/?igshid=l0gihoj71559

https://www.instagram.com/p/B-cBRDYAlkI/?igshid=q58cnscafyyu

বিকিনিতে প্রায়ই ফটোশুট করতে দেখা যায় সোনালিকে। স্বল্প পোশাক ক‍্যারি করতে তিনি খুব ভালই পারেন। সুইমিং পুলের জলে বিকিনিতে রীতিমতো উষ্ণতার পারদ চড়ান অভিনেত্রী।

https://www.instagram.com/p/B939sBhgi2t/?igshid=1rndbvdksk5kl

https://www.instagram.com/p/B9OzHvgAQzd/?igshid=15sb0w09093jb

https://www.instagram.com/p/B8OZcHZAJgp/?igshid=1ojbz31mvap4i

তবে শাড়িতেও ক‍্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে সোনালি রাউতকে। তাঁর ট্র‍্যাডিশনাল লুকও একই রকম ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/B5nTeXpAaHu/?igshid=1feurcpnp5mdz

https://www.instagram.com/p/B65ZvjKA6Jr/?igshid=173syqftbyn5o

প্রসঙ্গত, সলমন খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের মাধ‍্যমে পরিচিতি পান সোনালি রাউত। তারপর ২০১৪ তে দ‍্য এক্সপোজ ছবির হাত ধরে বলাউডে পা রাখেন তিনি। রণবীর সিংয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়েও দেখা গিয়েছে সোনালিকে। সেখানে টপলেস অবস্থায় ধরা দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সোনালি রাউত।

X