বাংলাহান্ট ডেস্ক: সদস্য বাড়ল কাপুর পরিবারে। মা হলেন অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor)। শনিবার এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন অনিল কাপুর কন্যা। সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার সুখবর দেন তিনি। বলিউড সদস্যরা সাদরে স্বাগত জানিয়েছেন তারকা সন্তানকে।
২০ অগাস্ট পুত্র সন্তানের জন্ম দেন সোনম। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তিনি লিখেছেন, ‘আমরা নত মস্তক আর হৃদয় দিয়ে স্বাগত জানিয়েছি আমাদের সুন্দর পুত্রসন্তানকে। সমস্ত চিকিৎসক, সেবিকা, বন্ধু এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানাই যারা এই সফরে আমাদের পাশে ছিলেন। সবে শুরু হয়েছে ঠিকই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের জীবন চিরতরে বদলে গিয়েছে।’
দাদু হয়েছেন চিরতরুণ অনিল কাপুর। নাতি হওয়ার সুখবর দিয়ে তিনি লিখেছেন, ‘আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি ২০ অগাস্ট, ২০২২ নতুন সদস্য এসেছে আমাদের পরিবারে। সোনম আর আনন্দের এক সুন্দর স্বাস্থ্যবান পুত্র সন্তান হয়েছে। আমাদের খুশির অন্ত নেই। নতুন বাবা মা আর তাদের ছোট্ট দেবদূতের জন্য আমাদের হৃদয় ভালবাসা আর গর্বে পূর্ণ।’
গত ২১ মার্চ মা হতে চলার সুখবর জানান সোনম। সঙ্গে শেয়ার করেন বেবি বাম্পের ছবিও। সুখবর জানাতে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ‘নীরজা’ অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছিল, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে তিনি। পরনে একটি কালো বডিস্যুট। দু হাতে স্পর্শ করে রয়েছেন বেবি বাম্প। দুজনের মুখেই উপচে পড়ছে হাসি।
ক্যাপশনে সোনম লিখেছিলেন, ‘চারটে হাত। তোমাকে যতটা সম্ভব ভাল করে বড় করে তোলার জন্য। দুটো হৃদয়। যারা তোমার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে কম্পিত হবে। একটা পরিবার। যা তোমাকে ভালবাসা ও সমর্থনে ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না আমরা।’
https://www.instagram.com/reel/CheooyRjnH_/?igshid=YmMyMTA2M2Y=
ভরা গর্ভাবস্থায় লন্ডন থেকে মুম্বই এসেছিলেন সোনম। কফি উইথ করনেও এসেছিলেন তিনি ভাই অর্জুন কাপুরের সঙ্গে। গোটা অন্তঃসত্ত্বাকালীন সময়টাই আনন্দ করে কাটিয়েছেন অভিনেত্রী। তাঁর প্রেগনেন্সি ফটোশুট আর সাধ খাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল নেটপাড়ায়।