ইদের পোস্ট করার জন‍্য কত টাকা পেয়েছেন? ট্রোলারের মুখের উপর জবাব দিলেন সোনম

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুখ খুললেই কার্যত ট্রোলের (troll) মুখে পড়েন সোনম কাপুর (sonam kapoor)। বহুবার বিভিন্ন কারণের জন‍্য সোশ‍্যাল মিডিয়ায় হাসির পাত্র হয়েছেন তিনি। কখনো অদ্ভূত পোশাকের জন‍্য আবার কখনো কোনো বিষয়ে মন্তব‍্য করার জন‍্য সমালোচনার শিকার হয়েছেন সোনম। এবার ইদের শুভেচ্ছা জানাতে গিয়েও কটাক্ষের সম্মুখীন হলেন অভিনেত্রী।

আজ, ১৪ মে খুশির ইদ। করোনা আবহেই দেশ জুড়ে পালিত হচ্ছে এই উৎসব। তারকারাও সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে ইদের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীদের। সোনমও তার ব‍্যতিক্রম নন। এদিন তাঁর ডেবিউ ছবি ‘সাওয়ারিয়া’র গান ‘য়ুঁ শবনমি’র ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ইদের।


অনেকদিন পর ভিডিওটি দেখে খুশি নেটিজেনরাও। অনেকেই কমেন্ট করে বলেছেন এটি তাদের অন‍্যতম প্রিয় গান। এরই মাঝে একজন মন্তব‍্য করেন, ইদের এই পোস্টটি দেওয়ার জন‍্য কত টাকা পেয়েছেন সোনম? চুপ থাকার পাত্রী নন সোনমও। তিনি সঙ্গে সঙ্গে কমেন্টটি রিপোর্ট করে ব্লক করে দিয়েছেন প্রোফাইলটি। সেই ভিডিও শেয়ারও করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। লিখেছেন, ‘শান্তি পেলাম’।


২০০৭ সালে পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন সোনম। তাঁর বিপরীতে ছিলেন রণবীর কাপুর। রণবীর এরও বলিউডে প্রথম ছবি ছিল সেটি। রণবীর সোনম জুটির প্রথম ছবি সুপারহিট না হলেও একেবারে মুখ থুবড়েও পড়েনি বক্স অফিসে। বিশেষত ছবির গানগুলি বেশ হিট হয়েছিল।

প্রসঙ্গত, এই মুহূর্তে স্বামী আনন্দ আহুজার সঙ্গে ব্রিটিশ যুক্তরাষ্ট্রে রয়েছেন সোনম। গ্লাসগোতে নিজের আগামী ছবি ‘ব্লাইন্ড’ এর শুটিং করছিলেন তিনি। সম্প্রতি শেষ হয় ছবির শুটিং। স্বামী আনন্দ আহুজাকে ধন‍্যবাদ জানিয়ে একটি পোস্টও করেছেন সোনম।

তিনি জানিয়েছেন তাঁর সঙ্গে সারাটা সময় গ্লাসগোতে এসে কাটিয়েছিলেন আনন্দ। লন্ডনে নিজের কাজ অনেক ভাল ভাবে করতে পারতেন তিনি। কিন্তু তা সত্ত্বেও সোনমের সঙ্গেই থেকেছেন আনন্দ।

X