‘হ্যাঁ আমি আমার বাবার মেয়ে’ নেপোটিজম নিয়ে বিস্ফোরক মন্তব্য অনিল কিড সোনম কাপুরের

   

 

বাংলা হান্ট ডেস্ক : গত রবিবার বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত তার মুম্বাইয়ের ফ্লাটে আত্মঘাতী হন।সুশান্তের মৃত্যুর জন্য নেটিজেন মহল দায়ী কাঠগোড়ায় তুলেছে বলিউডকেই।

বলিউডের স্বজনপোষণ নীতির জন্যই নাকি চলে যেতে হল সুশান্তর মতন হীরে কে। এছাড়াও একের পর এক অভিযোগ উঠছে যে, নানানভাবে অপদস্ত করা হতো সুশান্ত সিং রাজপুত কে সে কারণেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ে সুশান্ত।

সুশান্তর মৃত্যুর জন্য ইতিমধ্যেই সালমান খান, করন জোহর, এক্তা কাপুর প্রমুখের নামে ইতিমধ্যেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।সুশান্তের মৃত্যুর পরেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। চারিদিকে আওয়াজ উঠছে বলিউড বয়কট করার জন্য, স্টার কিডস দের বয়কট করার জন্য।

IMG 20200622 233732

এর আগেও কফি উইথ কারান নামের এক রিয়েলিটি শোতে সুশান্ত কে নিয়ে বেফাঁস মন্তব্য করে নেটিজেনদের রোষের শিকার হয়েছেন অনিল কন্যা সোনম কাপুর। এবার নেপোটিসম নিয়ে মুখ খুল আগুনে ঘি ঢাললেন তিনি।

যেহেতু তিনি নিজেও একজন স্টারকিড তাই নেটিজেন দের কটাক্ষ কে গায়ে মাখিয়েই সোনম বলেন,” হ্যাঁ আমি আমার বাবার মেয়ে। আজ আমি আমার বাবার জন্যই এখানে। এটা কোনও অপমান নয়। আমার কর্মফলে আমি এরকম পরিবারের জন্মেছি। তার জন্য গর্ব বোধ হয়। আজ আমরা এখানে আমাদের কর্মের জন্য। “সোনাম কাপুরের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর