বুকের সঙ্গে লেপটে রয়েছে সদ্যোজাত, হাসপাতাল থেকে ভাইরাল সোনমের ছবি! মা হলেন অভিনেত্রী?

বাংলাহান্ট ডেস্ক: নতুন সদস্য আসছে কাপুর পরিবারে। মা হতে চলেছেন সোনম কাপুর (Sonam Kapoor)। বেশ কয়েক মাস আগেই ঘটা করে এই সুখবর শেয়ার করেছিলেন অনিল কাপুর কন্যা। তারপর থেকেই অপেক্ষা শুরু হয়েছিল অনুরাগীদের, সন্তান কোলে নতুন মায়ের ছবি দেখার জন্য। তাদের অপেক্ষা কি শেষ হল?

চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করে খবরটা ফাঁস করেছিলেন। গর্ভাবস্থার তৃতীয় ট্রাইমেস্টার চলছে সোনমের। সুখবর আসতে আর খুব বেশি দেরি নেই। আর এর মধ্যেই হাসপাতাল থেকে নতুন মা আর সদ্যোজাতের ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Sonam Kapoor Disables the Comments Section on her Instagram Account
দুটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সোনম। তাঁর বুকের উপরে শোয়ানো নবজাতক। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন অভিনেত্রী। অন্য ছবিতে সন্তানের গায়ে মুখ ঠেকিয়ে রেখেছেন তিনি। কিন্তু ছবিগুলি দেখে প্রশ্ন উঠছে, সোনম সন্তান জন্ম দিলেন কবে? কেউ খবর পর্যন্ত পেল না? আদৌ ছবিগুলি আসল তো?

না, দুটি ছবির কোনোটাই সত্যি নয়। একটু খুঁটিয়ে নজর করলেই বোঝা যাবে আসলে দুটি ছবিতেই রয়েছে এডিটের কারসাজি। অন্য কোনো ছবির উপরে সুপারইম্পোজ করে বসানো হয়েছে সোনমের মুখ। জানা যাচ্ছে, সোনম এখনো ভর্তি হননি হাসপাতালে। এখনো তাঁর মা হতে কিছুদিন সময় বাকি রয়েছে।

Sonam viral

গত ২১ মার্চ মা হতে চলার সুখবর জানান সোনম। সঙ্গে শেয়ার করেন বেবি বাম্পের ছবিও। সুখবর জানাতে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন ‘নীরজা’ অভিনেত্রী। ছবিতে দেখা গিয়েছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে তিনি। পরনে একটি কালো বডিস‍্যুট। দু হাতে স্পর্শ করে রয়েছেন বেবি বাম্প। দুজনের মুখেই উপচে পড়ছে হাসি।

ক‍্যাপশনে সোনম লিখেছিলেন, ‘চারটে হাত। তোমাকে যতটা সম্ভব ভাল করে বড় করে তোলার জন‍্য। দুটো হৃদয়। যারা তোমার সঙ্গে তাল মিলিয়ে একসঙ্গে কম্পিত হবে। একটা পরিবার। যা তোমাকে ভালবাসা ও সমর্থনে ভরিয়ে দেবে। তোমাকে স্বাগত জানানোর জন‍্য আর অপেক্ষা করতে পারছি না আমরা।’ নিজের ডেলিভারির তারিখও জানিয়েছেন সোনম। চলতি বছরের শেষের দিকেই নতুন সদস‍্য আসছে তাঁর পরিবারে।

Niranjana Nag

সম্পর্কিত খবর