বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন মহলে চর্চায় এখন শুধু একটাই নাম, ঋষি সুনক (Rishi Sunak)। ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হয়েছেন তিনিই। দীর্ঘ দিনের ইতিহাস বদলে নতুন ইতিহাস রচনা করেছেন ঋষি। ভারতীয়রাও উচ্ছ্বসিত। চলছে শুভেচ্ছা জানানোর পালা। এর মধ্যেই বলিউড অভিনেত্রী সোনম কাপুরের (Sonam Kapoor) সঙ্গে ভাইরাল ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রীর ছবি।
সঙ্গীতশিল্পী আয়ান আলি একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। একঝাঁক তারকা এক ফ্রেমে ধরা দিয়েছেন ওই ছবিতে। সেখানেই দেখা মিলল সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজার। এছাড়াও দেখা গেল অভিনেতা শেখর কাপুর, ওস্তাদ আমজাদ আলি খাঁদেরও। সবার পেছনে হাসিমুখে দাঁড়িয়ে ঋষি সুনক। ছবিটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন আয়ান আলি।
তিনি একা নন, সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অমিতাভ বচ্চনও। নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জয় ভারত! অবশেষে মাতৃভূমি থেকে নতুন ভাইসরয় হিসাবে প্রধানমন্ত্রী পেল ব্রিটিশ যুক্তরাষ্ট্র।’ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে অমিতাভের এই পোস্ট।
উল্লেখ্য, ঋষি সুনক ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীও বটে। এর আগে ব্রিটেনের অর্থমন্ত্রী থেকেছেন ঋষি। এবার তাঁর কাঁধেই ব্রিটেনের অর্থব্যবস্থা স্বাভাবিক করার দায়িত্ব।
https://www.instagram.com/p/CkIqZNgyOVz/?igshid=YmMyMTA2M2Y=
ঋষি সুনকই ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী। নিজেকে বরাবরই গর্বিত হিন্দু বলে পরিচয় দিয়ে এসেছেন তিনি। গত ৬ বছরের মধ্যে ঋষি সুনক পঞ্চম কনজারভেটিভ পার্টির সদস্য যিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন। ব্রিটেনের সাউদাম্পটনে এক ভারতীয় পরিবারে জন্ম ঋষির। তাঁর দাদু ঠাকুমা ছিলেন পঞ্জাবের বাসিন্দা। ঋষি সুনকের স্ত্রী অক্ষতা মূর্তি হলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে।
সম্প্রতি ব্রিটেনের নতুন রাজা কিং চার্লসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঋষি সুনক। নব নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে ১০ ডাউনিং স্ট্রিটে প্রথম বক্তৃতাও দিয়েছেন তিনি। ব্রিটেনের পাশাপাশি শুভেচ্ছা বার্তা গিয়েছে ভারত থেকেও।