বাংলাহান্ট ডেস্ক: নানান বেফাঁস মন্তব্যের জন্য প্রায়শই বিতর্কে জড়িয়ে পড়েন সোনম কাপুর (sonam kapoor)। কোনো বিষয়ে না জেনে কথা বলতে গিয়েও ট্রোলের (troll) সম্মুখীন হয়েছেন তিনি। অবশ্য তাতে একফোঁটাও দমেননি সোনম। একবার মহাত্মা গান্ধীর (mahatma gandhi) উক্তিকে এক জনপ্রিয় হলিউড তারকার উক্তি বলে মন্তব্য করে বিপাকে পড়েছিলেন অভিনেত্রী। সেই ভিডিও (video) ফের ভাইরাল (viral) হয়েছে।
বাবা অনিল কাপুরের সঙ্গে করন জোহরের টক শো কফি উইথ করনে এসেছিলেন সোনম। সেখানে প্রশ্ন উত্তর পর্বে করন প্রশ্ন করেন, একটি বিখ্যাত উক্তি ‘An eye for an eye makes the whole world blind’ এই উক্তিটি কার? উত্তরে কপালে চিন্তার ভাঁজ ফেলে সোনম বলেন, রবার্ট ডে নিরো।
পাশে বসে থাকা অনিল কাপুরের মুখেও কোনো ভাবান্তর দেখা যায় না। কিন্তু সোনমের উত্তর শুনে চমকে ওঠেন করন। অভিনেত্রী বলেন, তাঁর মনে নেই উত্তরটা। করন মহাত্মা গান্ধীর কথা বলতেই হেসে ফেলেন সোনম ও অনিল। অভিনেতা বলেন, ‘আমি বলিউড হলিউড দুজায়গাতেই কাজ করেছি তাই এই অবস্থা।’
উল্লেখ্য, রবার্ট ডে নিরো হলেন একজন প্রখ্যাত হলিউড অভিনেতা তথা পরিচালক তথা প্রযোজক। মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি ‘An eye for an eye makes the whole world blind’ কে রবার্ট ডে নিরোর ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন সোনম।
https://twitter.com/MadhubantiChat3/status/1304035186338717696?s=19
এই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি রিয়া চক্রবর্তীর সমর্থনে সোচ্চার হয়েছেন সোনম কাপুর। এই নিয়ে কঙ্গনা রানাওয়াতও কটাক্ষ করেন তাঁকে। এরপরেই বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙার ঘটনায় অভিনেত্রী দিয়া মির্জা টুইট করে লেখেন, কঙ্গনার অফিস ভাঙা, রিয়াকে নিগ্রহ এসবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
An eye for an eye makes the whole world blind. https://t.co/Rywo3MvwUC
— Sonam K Ahuja (@sonamakapoor) September 10, 2020
দিয়ার টুইটের উত্তরে সোনম লেখেন মহাত্মা গান্ধীর সেই উক্তি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোল। এক ব্যক্তি লেখেন, ‘এটা আদৌ কার উক্তি সেটা কি উনি জানেন?’ আবার আরেকজন লেখেন, ‘সোনম যে কতটা ভুয়ো সেটা এর থেকেই বোঝা যায়’।
All of sudden mafia bimbos have started to seek justice for Rhea ji through my house tragedy, my fight is for people don’t compare my struggles to a small time druggie who was living off a vulnerable and broken, self made super star, stop this right away. https://t.co/OV9ukO04jC
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020
প্রসঙ্গত, রিয়ার সমর্থনে সরব হয়েছেন সোনম কাপুর, করিনা কাপুর খান, স্বরা ভাস্কর সহ বলিউডের একাংশ। রিয়ার সুরে সুর মিলিয়ে পিতৃতন্ত্রকে ভেঙে ফেলার ডাক দিয়েছেন তাঁরা। পাল্টা তোপ দেগে কঙ্গনা লেখেন, ‘এইসব মূর্খ মাফিয়ারা হঠাৎ করে রিয়ার সমর্থনে গলা ফাটাচ্ছে। একজন মাদকাসক্তের সঙ্গে আমার তুলনা করবেন না।’