‘মোহর’ শেষেই বিরাট সুখবর! নতুন রূপে কামব‍্যাক করছেন সোনামণি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাস খানেক আগেই শেষ হয়ে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মোহর’ (Mohor)। প্রতীক সেন ও সোনামণি সাহার (Sonamoni Saha) জুটি কয়েক বছর ধরে পাকাপাকি ভাবে জায়গা করে ছিল দর্শকদের মনে। অভিষেক চট্টোপাধ‍্যায়ের প্রয়াণের সঙ্গে সঙ্গে মোহর শেষ হয়ে গেলেও ‘মোহদীপ’ এখনো প্রিয় হয়ে জুটি রয়ে গিয়েছে দর্শকদের।

তবে বেশিদিন হা পিত‍্যেশ করে থাকতে হবে না দর্শকদের। খুব শীঘ্রই আবার ছোটপর্দায় ফিরতে চলেছেন সোনামণি। বেশ কিছুদিন ধরেই টেলিপাড়ায় এমনি কানাঘুঁষো শোনা যাচ্ছে। তার আগেই হাজির আরো এক সুখবর। ডিজিটাল দুনিয়াতেও ডেবিউ করতে চলেছেন পর্দার মোহর।


এসভিএফ প্রযোজনা সংস্থার নতুন ওয়েব সিরিজ ‘বেঙ্গল বীমা কোম্পানি’র হাত ধরে নতুন সফর শুরু করছেন তিনি। ওয়েব সিরিজে মুখ‍্য ভূমিকায় রয়েছেন সোনামণি। কামব‍্যাকের খবর চেপে না রাখলেও বেশি তথ‍্য আগে ভাগেই দিতে নারাজ তিনি। শুধু জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ের কথাবার্তা সারা হয়ে গিয়েছে।

ওয়েব সিরিজের পরিচালনায় রয়েছেন অভিরূট ঘোষ‌। তবে তাঁর বিপরীতে কে থাকছেন, কোন OTT প্ল‍্যাটফর্মেই বা দেখা যাবে সিরিজটি তা এখনো খোলসা করেননি সোনামণি। অন‍্যদিকে কিছুদিন আগে পর্যন্তও শোনা যাচ্ছিল, স্টার জলসাতেই আবারো নতুন সিরিয়াল নিয়ে ফিরবেন তিনি।

নতুন সিরিয়ালের নাম নাকি ‘রঙ্গবতী’। আসলে রঙ্গবতী নামে সোনামণিকে নাচতে দেখেই খবর ছড়িয়েছিল তাঁর নতুন সিরিয়ালের। যদিও সে খবর আদৌ সত‍্যি কিনা তা জানা যায়নি। শোনা গিয়েছে, শঙ্খদীপ ওরফে প্রতীকও নাকি নতুন এক সিরিয়ালে নায়ক হয়ে ফিরছেন। বিপরীতে থাকবেন ‘চারু’ ওরফে দেবচন্দ্রিমা সিংহ রায়। অবশ‍্য সেই খবরটাও কতটা সত‍্যি তা নিয়ে ধন্দ রয়েছে।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। তার মধ‍্যেই দুঃস্বপ্নের মতো এসে পৌঁছায় অভিষেকের মৃত‍্যুর খবর। তারপরেই সিরিয়ালের প্রযোজক ও চ‍্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ করে দেওয়া হয় মোহর।

সম্পর্কিত খবর

X