বাংলাহান্ট ডেস্কঃ কৃষি বিলের প্রতিবাদে কৃষকদের প্রতিবাদকে সমর্থন করে এক বড় সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (sonia gandhi)। কেন্দ্র সরকারের পেশ করা তিনটি কৃষি বিলের প্রতিবাদে সারাদেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংস্থা। বিগত প্রায় ১২ দিন ধরে পাঞ্জাব, হরিয়ানার অসংখ্য কৃষকরা দিল্লী এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে।
কৃষকদের ডাকে চলছে ভারত বন্ধ
কৃষকদের একটাই দাবি, কেন্দ্র সরকারের প্রস্তাবিত ৩ টি কৃষি বিল বাতিল করতে হবে। নাহলে তারা সেখান থেকে নড়বে না। কৃষকদের সঙ্গে কেন্দ্র সরকারের ৫ দফা বৈঠক সংগঠিত হলেও, এখনও এই বিষয়ে কোন সমাধান সূত্র বেরোয়নি। কেন্দ্র সরকারের এই কৃষি বিলে কৃষকরা উপকৃত হবে, একথা কেন্দ্র সরকার বারবার করে বোঝালেও, কৃষকরা নিজেদের অবস্থান থেকে অনড় রয়েছে। সেই কারণে মঙ্গলবার সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষকরা। বেশ কিছু জায়গায় বন্ধের আংশিক প্রভাব পড়লেও, কোথাও কোথাও আবার সেটুকুও পড়েনি। কৃষকদের পাশে কেন্দ্রের বিরুদ্ধে রয়েছে প্রায় ১৬ টি রাজনৈতিক দল।
মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স
কেন্দ্র সরকারের সঙ্গে ৬ দফা বৈঠকের আগেই কৃষকদের পক্ষ থেকে ডাকা এই ভারত বন্ধ যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেই কারণে দিল্লী-এনসিআর-তে পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শনের সময় যাতে সাধারণ মানুষকে কোন সমস্যায় না পড়তে হয়, সেই কারণে মোতায়েন করা হয়েছে সৈন্যবাহিনীকেও।
Congress interim president Sonia Gandhi (in file pic) will not celebrate her birthday on December 9, in view of the ongoing farmer's agitation against agriculture bills & #COVID19 situation across the country. pic.twitter.com/ivURWapgam
— ANI (@ANI) December 8, 2020
বড় সিদ্ধান্ত নিলেন সোনিয়া গান্ধী
এদিকে আবার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করে এক বড় ঘোষণা করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আগামী কাল অর্থাৎ ৯ ই ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন। কিন্তু এবছর তিনি তাঁর জীবনের এই বিশেষ দিনটি কোনভাবেই পালন করতে চাইছেন না। জন্মদিন পালন করবেন না বলে জানিয়ে দিলেন কংগ্রেস নেত্রী। বর্তমান সময়ে একদিকে করোনা সংক্রমণ এবং অন্যদিকে কৃষকদের আন্দোলন সবদিক থেকে বিচার করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।