সোনিয়া গান্ধীর বাসভবনে বিরোধী দলের বৈঠক, আমন্ত্রণ পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার এবং বিরোধী দলগুলির অন্যান্য সিনিয়র নেতাদের সাথে বৈঠকে সংসদের চলমান শীতকালীন অধিবেশনে বিরোধীদের অভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। সূত্রের খবর, পাওয়ারের পাশাপাশি ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, শিবসেনা নেতা সঞ্জয় রাউত এবং ডিএমকে নেতা টিআর বালুও সোনিয়া গান্ধীর বাসভবন ১০ জনপথে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন।

কংগ্রেসের সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, আগামী দিনে এই ধরনের আরও বৈঠক হবে যাতে সমস্ত বিরোধী দল এক হতে পারে। এই বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খড়গেও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই বৈঠকের জন্য সোনিয়া গান্ধী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এই দুই নেতা রাউত ও বালুকে বৈঠকের জন্য পাঠান।

সূত্র জানিয়েছে যে নেতারা এই বিষয়ে আগামী রণনীতির উপায় উপায় খুঁজতে শরদ পাওয়ারকে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডুর সাথে কথা বলতে বলার সিদ্ধান্ত নিয়েছেন। প্রাপ্ত খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোন্দল থাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে, রাহুল গান্ধী এবং অন্যান্য বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন উচ্চকক্ষে “অশালীন আচরণের” জন্য শীতকালীন অধিবেশনের বাকি অংশের জন্য বহিষ্কৃত হওয়া ১২ জন রাজ্যসভার সদস্যের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মঙ্গলবার মিছিল করে সরকার বিরোধীদের কণ্ঠস্বর দমন করার অভিযোগ তোলা হয়।

সম্পর্কিত খবর

X