প্রয়াত সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো! গান্ধী পরিবারে শোকের ছায়া

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমান সময় যেন কিছুতেই ভালো যাচ্ছে না কংগ্রেসের (Congress)। একের পর এক হতাশা লেগেই রয়েছে দেশের প্রধান বিরোধী দলের। দুর্নীতি থেকে শুরু করে সম্প্রতি একের পর এক নেতা ছেড়েছেন দলের সঙ্গ আর এর মাঝে এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) হারালেন তাঁর মাকে। গত ২৭ শে আগস্ট কংগ্রেস নেত্রীর মা পাওলা মাইনো মারা গিয়েছেন বলে বর্তমানে খবর সামনে এসেছে। কংগ্রেস দলের তরফ থেকে ইতিমধ্যে শোক জ্ঞাপন করা হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, গত ২৭শে আগস্ট ইতালিতে নিজের বাড়িতেই মারা যান পাওলা মাইনো। ইতিমধ্যেই তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, “সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গিয়েছেন। গত ২৭শে আগস্ট তিনি পরলোকগমন করেন। ইতিমধ্যে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।” কংগ্রেস দলের তরফ থেকেও পাওলা মাইনোর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, বিগত কিছু সময় ধরেই শারীরিক দিক থেকে অবনতি ঘটতে থাকে সোনিয়া গান্ধীর। করোনার পাশাপাশি অন্যান্য একাধিক অসুস্থতা ধরা পড়ে তাঁর। এর মাঝেই আবার চলতে থাকে তদন্তকারী অফিসারদের জিজ্ঞাসাবাদ পর্ব। সূত্রের খবর অনুযায়ী, বর্তমানে চিকিৎসার জন্য সোনিয়া গান্ধী সহ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীও বিদেশে রয়েছেন।

সাম্প্রতিক সময় কংগ্রেসের জন্য বেশ কয়েকটি উদ্বেগের বিষয় সামনে এসেছে। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে অন্যান্য একাধিক কংগ্রেস নেতা কর্মীরা বর্তমানে একাধিক দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েছেন। এছাড়াও দলের সংগঠন দুর্বল হওয়ার পাশাপাশি বহু প্রবীণ নেতা দল ছেড়েছেন। ইতিমধ্যেই সেই তালিকায় যুক্ত হয় গুলাম নবী আজাদের নাম।

SoniaGandhi1

শুধু তাই নয়, পরবর্তীতে সকলেই রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, যা দলের ভিতর ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে কয়েকদিন পরেই দলের সভাপতি পদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার পূর্বে একাধিক নেতা নেত্রীদের দলত্যাগ এবং সম্প্রতি সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যু ঘিরে দলের পরিস্থিতি যে বর্তমানে বেশ কিছুটা তলানিতে গিয়ে ঠেকেছে, তা বলাবাহুল্য।


Sayan Das

সম্পর্কিত খবর