রাহুল-সোনিয়া পেলেন বিরাট ঝটকা! ৭০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার রাহুল-সোনিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি (Enforcement Directorate)। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নোটিশও জারি করা হয়েছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে যে, সোনিয়া এবং রাহুল গান্ধীর প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেডের (এজেএল) আওতায় থাকা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতে চলেছে। এই সম্পত্তির মূল্য ৭০০ কোটি টাকারও বেশি।

৭০০ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করছে ইডি (Enforcement Directorate):

কোথায় কোথায় রয়েছে এই সম্পত্তি: সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই সম্পত্তিগুলি। শুধু তাই নয়, দিল্লি থেকে শুরু করে মুম্বাই এবং লখনউয়ের মতো বড় শহরগুলিতে এই কয়েকশো কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল এই সম্পত্তিগুলির মধ্যে রয়েছে রাজধানীর বাহাদুর শাহ জফর মার্গের ন্যাশনাল হেরাল্ড হাউসও। এমতাবস্থায়, এই সম্পত্তিগুলিই এবার বাজেয়াপ্ত করতে চলেছে ইডি (Enforcement Directorate)।

Sonia Gandhi Rahul Gandhi Enforcement Directorate Update.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন বা PMLA বিষয়ক বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭০০ কোটি টাকার সম্পত্তি সাময়িক বাজেয়াপ্ত করার ক্ষেত্রে তদন্তকারীদের সায় দিয়েছিল।

আরও পড়ুন: হনুমান জয়ন্তীতে পুজো দিলেন গম্ভীর! জানালেন শুভেচ্ছা, নেটমাধ্যমে মন জিতল ধাওয়ানের পোস্ট

পাশাপাশি, ওই নির্দেশে এটাও বলা হয়েছিল যে এজেএল কর্তৃক যে স্থাবর-অস্থাবর সম্পত্তিগুলি ও ইক্যুইটি শেয়ারের দখল নেওয়া হয়েছে সেগুলি সম্পূর্ণ বেআইনি। এমতাবস্থায়, সেই সম্পত্তিগুলি নিজেদের দখলে নিতে চাইছে তদন্তকারী সংস্থা (Enforcement Directorate)।

আরও পড়ুন: দেশজুড়ে ফের UPI পেমেন্টে বিভ্রাট! বিপর্যস্ত পরিষেবা, চরম সমস্যায় লক্ষ লক্ষ ব্যবহারকারী

কে করেছিলেন মামলা: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই মামলার শুরু হয়েছিল ২০১২ সালে। সেই সময়ে কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর করা আর্থিক তছরূপ মামলার ওপর ভর করেই ইডি (Enforcement Directorate) এবার এই বাজেয়াপ্ত অভিযান চালাবে। ওই সময়ে সুব্রহ্মণ্যম স্বামী অভিযোগ করে জানিয়েছিলেন যে,”একাধিক কংগ্রেস নেতা মালিক সংস্থা ইয়ং ইন্ডিয়া লিমিটেডের অধীনে থাকা প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেডের ফান্ড থেকে টাকা লুঠ করেছেন।” এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন যে, আর্থিক তছরূপ ছাড়াও ইয়ং ইন্ডিয়াকে ব্যবহার করে বেপথে ন্যাশনাল হেরাল্ড হাউসের বেশ কিছু সম্পত্তি হাতানোও হয়েছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X