টলল না গদি, পাঁচ রাজ্যে হারের পরেও কংগ্রেসের সভাপতি থাকছেন সোনিয়া গান্ধীই

বাংলা হান্ট ডেস্কঃ পাঁচ রাজ্যে শোচনীয় পরাজয়ের পর রবিবার সোনিয়া গান্ধীর সভাপতিত্বে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। চার ঘণ্টা ধরে চলা কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে সোনিয়া গান্ধী দলের সভাপতির দায়িত্বে থাকবেন এবং দলের কোনও সদস্য পদত্যাগ করবেন না। বৈঠকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ দলের শীর্ষ নেতারা অংশ নেন।

সূত্রের মতে, বৈঠকে সোনিয়া গান্ধী বলেছিলেন যে কিছু লোক মনে করে যে বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য গান্ধী পরিবার দায়ী এবং যদি তাই হয় তবে সংগঠনের সাফল্য নিশ্চিত করতে তারা যে কোনও “ত্যাগ” করতে প্রস্তুত। সূত্র জানায়, বৈঠকে উপস্থিত প্রায় সব নেতাই সোনিয়াকে সভাপতি পদে অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন।

সূত্রের মতে, রাহুল গান্ধীকে দলের সভাপতি করার সম্ভাবনা খুবই কম। যদিও কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, রাহুল গান্ধীকে দলের সভাপতি করা উচিত। গেহলট ছাড়াও কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারের মতো সিনিয়র নেতারাও দলের সভাপতি পদের জন্য গান্ধী পরিবারকে সমর্থন জানিয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর