সেপ্টেম্বর মাস অবধি গরিবদের অনাজ দিক মোদী সরকার: দাবি সোনিয়া গান্ধীর

মোদী করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় জরুরি অবস্থা পরিস্থিতি তহবিলের (প্রধানমন্ত্রী-কারেস) প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা এবং ত্রাণ স্থাপনের ঘোষণা করেছিলেন। আর এদিন

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে দরিদ্রদের সাহায্য করার কথা জানান । সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছিলেন যে করোনাভাইরাস সংকটকে সামনে রেখে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সুবিধাভোগীদের জন্য প্রতি মাসে ১০ কেজি শস্য শোধ করতে হবে। তিনি বলেছিলেন যে এই কঠিন সময়ে, যাদের রেশন কার্ড নেই

cor

তাদের এই ত্রাণ সরবরাহ করা উচিত।তিনি বলেছিলেন, ‘লকডাউনের কারণে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক কারণ এই দেশে একটি বিশাল দানাশালা রয়েছে।তাই এইসময় উচিৎ এসব মানুষের পাশে দাঁড়ানো। সারা বিশ্ববাসীর কাছে এখন এক গভীর সঙ্কটের সময়। করোনার গ্রাসে চলে গিয়েছে একের পর এক শক্তিশালী দেশ। চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। মানুষ আটকা পড়েছে ঘরের মধ‍্যে।
বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও।

আক্রান্তের সংখ‍্যা পার করেছে ৮ হাজার। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পুরো দেশেই মানা হবে লকডাউন। এখন সেই সময় যত এগোচ্ছে ততই ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়াচ্ছে বেশ কয়েকটি রাজ‍্য। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই চিঠিতে সোনিয়া গান্ধী আরও বলেছিলেন যে করোনার ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের এই মুহুর্তে সরকারকে সব দেখতে হবে কোনো মানুষ খিদের তাড়নায় ভুগলে তাকে সাহায্য করতেই হবে সরকারকে।


সম্পর্কিত খবর