বাংলা হান্ট ডেস্ক: মি টু নিয়ে তোলপাড় হয়েছে বলিউড। বি-টাউনে যৌন হেনস্থা নিয়ে ওঠা নানান অভিযোগে মহিলাদের পাশেই দাড়িয়েছেন বলিউডের বহু অভিনেতারা। অনেকেই আবার চুপ থাকাটাই শ্রেয় বলে মনে করেছেন। #MeToo মামলায় নাম জড়িয়েছিল সুরকার অনু মালিক, এবং গায়ক কৈলাস খেরের। কৈলাস খেরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। গায়ক কৈলাস খেরের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন সোনা। এবার সোনু নিগমের দিকে আঙুল তুললেন সোনা।
যদিও সোনু নিগমের বিরুদ্ধে সোনা মহাপাত্রর অভিযোগটা অবশ্য যৌন হেনস্থার নয়। সোনা মহাপাত্রর অভিযোগ, যে অনু মালিকের নাম #MeToo মামালায় জড়িয়েছেন, তাঁর হয়েই প্রচার চালাচ্ছেন সোনু। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের পরও ফের কীভাবে তিনি ন্যাশনাল টিভি চ্যানেলের শোয়ে বিচারকের আসনে বসতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন গায়িকা। এখানেই শেষ নয়, তাঁর অভিযোগ, তিনি #MeToo নিয়ে সরব হওয়ার কারণে সোনু নিগম তাঁকে সামলে রাখার পরামর্শ দিয়েছেন তাঁরই স্বামী স্বামী রাম সম্পথকে। আর এতেই বেজায় চটেছেন গায়িকা সোনা মহাপাত্র।
Sonu Nigam championed the cause of Anu Malik publicly & his right to be earning millions on nationalTV while saying he’s his mothers son etc to justify his understanding of @IndiaMeToo . Had called Ram Sampath to ‘keep me in check’ while calling me a ‘terrorist’.Must be happy now https://t.co/6dPdbU8zQg
— Sona Mohapatra (@sonamohapatra) October 30, 2019
তবে অবশ্য শুধু গায়িকা সোনা মহাপাত্রই নন, যৌন হেনস্থায় অভিযুক্ত অনু মালিককে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসন থেকে সরানোর পরও তাঁকে কেন ফের বিচারকের আসনে ফিরিয়ে আনা হল? তা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন অনেকেই।