বলিউডের টপ গায়িকার সঙ্গে পরকীয়ার অভিযোগ, বাঙালি স্ত্রীর সঙ্গে বিয়েটাই ভাঙতে বসেছিল সোনুর

বাংলাহান্ট ডেস্ক : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় গায়ক সোনু নিগম (Sonu Nigam)। বলিউডের প্রথম সারির তারকা সঙ্গীতশিল্পীদের মধ্যে তিনি একজন। লম্বা মিউজিক কেরিয়ারে একাধিক ভাষায় গান গেয়েছেন সোনু (Sonu Nigam), যার মধ্যে বাংলা ভাষাও রয়েছে। তবে একথা অনেকেরই অজানা যে, সোনু নিগমের (Sonu Nigam) সঙ্গে বাংলার এক গভীর যোগ রয়েছে। এক বাঙালি মেয়ের প্রেমে পড়েই তাঁকে বিয়ে করেছেন তিনি।

বাঙালি মেয়েকে বিয়ে করেন সোনু (Sonu Nigam)

সোনুর (Sonu Nigam) স্ত্রী মধুরিমা মিশ্র আসলে একজন বাঙালি। পেশায় রেডিও জকি ছিলেন তিনি। কাজের সূত্রেই দুজনের আলাপ। এক সাক্ষাৎকারে নাকি প্রথম দেখা হয় সোনু (Sonu Nigam) এবং মধুরিমার। পরস্পরকে প্রথম দেখাতেই মন দিয়ে বসেন তাঁরা। বিয়েতেও দেরি করেননি। ২০০২ সালে বিয়ের পিঁড়িতে বসেন সোনু (Sonu Nigam) এবং মধুরিমা। কিন্তু বছর দুই তিন ভালোভাবে চলার পরেই অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসে তাঁদের সম্পর্কে।

আরো পড়ুন : সোনা-রূপা নয়, পুঁটিও নয়, এই মিষ্টি খুদেই ছিনিয়ে নিল সেরা শিশুশিল্পীর পুরস্কার

শেষমেষ হয়নি বিচ্ছেদ

২০০৫ সাল থেকে অশান্তি শুরু হয় সোনুর (Sonu Nigam) বিবাহিত জীবনে। তাঁর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও ওঠে। শোনা গিয়েছিল, বলিউডের আরেক জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান এবং প্রযোজক স্মিতা ঠাকরের সঙ্গে সোনুর (Sonu Nigam) ঘনিষ্ঠতাই বিতর্ক ডেকে এনেছে তাঁর সংসারে। সে সময়ে শোনা গিয়েছিল, আলাদা থাকছেন সোনু এবং মধুরিমা। কিন্তু শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়নি তাঁদের।

আরো পড়ুন : বলিউডে কোণঠাসা? একটা চাকরির খোঁজে… এ কী হাল অনুপমের!

কেন টিকে যায় সম্পর্ক

কোনো রকম রাখঢাক না করেই এ বিষয়ে মুখ খুলেছিলেন সোনু (Sonu Nigam)। তিনি জানিয়েছিলেন, ছেলে নিভানের কথা চিন্তা করে তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেননি। নিভান তাঁর বাবা মা দুজনকেই চেয়েছিল। সোনু (Sonu Nigam) বলেছিলেন, নিভান যদি না থাকত তাহলে হয়তো তিনি শ্রদ্ধা সহকারেই তাঁর স্ত্রীকে বলতেন, এই সম্পর্ক আর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়।

Sonu Nigam

তবে স্ত্রীর বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করতে শোনা যায়নি সোনুকে। তিনি বলেছিলেন, তাঁর স্ত্রী নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তবে শুধু এই কারণেই যে সম্পর্কটা টিকিয়ে রাখতে হবে এর কোনো মানে নেই তাঁর কাছে। সোনু আরো বলেছিলেন, বিচ্ছেদ হয়ে গেলে তিনি ৬ মাস কাজ করতেন, আর ৬ মাস হিমালয়ের কোলে নিজের মামাবাড়িতে থাকতেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর