চার বছরেই সোশ‍্যাল মিডিয়া সেনসেশন! প্রচার থেকে দূরে রাখতে ছেলেকে দেশের বাইরে পাঠিয়ে দেন সোনু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের সেরা সঙ্গীতশিল্পীদের মধ‍্যে অন‍্যতম নাম সোনু নিগম (sonu nigam)। বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছেন। সমস্ত হাল হকিকত তাঁর নখদর্পণে। তাই নিজের একমাত্র ছেলেকে বলিউড থেকে দূরে দেশের বাইরে পাঠানোটাই তাঁর উচিত বলে মনে হয়েছিল। ছেলেকে প্রচারের আলো থেকে দূরেই রাখতে চেয়েছিলেন সোনু।

তারকাদের জীবন খুব একটা সহজ হয় না। সর্বক্ষণ জষসমক্ষে থাকার চাপটা নিজেকে দিয়েই বোঝেন সোনু। তিনি নিজে তরুণ বয়সে এসে পা রেখেছিলেন সঙ্গীত জগতে। কিন্তু তাঁর ছেলে নিভানের ক্ষেত্রে ব‍্যাপারটা অন‍্য রকম ছিল। খুব কম বয়সেই সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল সে। ২০১২ সালে ধনুষের গাওয়া অত‍্যন্ত জনপ্রিয় গান ‘কোলাভেরি ডি’র নিজস্ব ভার্সন বের করেছিল সোনু পুত্র। তখন তার বয়স মাত্র ৪ বছর।


এত কম বয়সে এমন প্রতিভার প্রকাশ ঘটানোটা বেশ সমস‍্যা ডেকে আনে বলেই মনে করেন সোনু। তাঁর কথায়, “আমি যদি প্রতিটি পার্টিতে নিজেকে ছেলেকে শো অফ করতে চাইতাম বা তাকে নিত‍্য নতুন গান বানাতে জোর করতাম তাহলে শিশুমনের উপরে চাপ পড়ত। অভিভাবক হিসেবে আমরা ওর শৈশবটাকে নষ্ট করে দিতে চাইনি। আমি চেয়েছিলাম ও একটা সাধারন শৈশব পাক, সাধারন বন্ধুবান্ধব হোক। পার্টি, শুটিংয়ের জন‍্য যেন দৌড়াদৌড়ি করতে না হয় ওকে।”

এই চিন্তা থেকেই ছেলেকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সোনু। এমন কোনো দেশে নিভানকে পাঠাতে চেয়েছিলেন তিনি যেটা ভারত থেকে খুব একটা দূরে নয়। গায়ক জানান, তাঁর এবং তাঁর স্ত্রী মধুরিমা দুজনেরই গ্রিন কার্ড রয়েছে। ছেলে জন্মসূত্রে আমেরিকারই নাগরিক। তাই প্রথমে ভেবেছিলেন সপরিবারে ও দেশেই চলে যাবেন।

কিন্তু সিদ্ধান্ত বদলাতে সোনুকে। আমেরিকায় থাকলেও মুম্বইতেই কাজ করতেন সোনু। কিন্তু লস এঞ্জেলস থেকে মুম্বইয়ে যাতায়াত করা বেশ সমস‍্যার। তাই সবদিক ভেবেচিন্তে দুবাইতেই ছেলেকে পাঠান সোনু। মাঝেমাঝেই ছেলের কাছে ঘুরে আসেন তিনি। নিভান একটা সাধারন শৈশব পেয়েছে, এতেই খুশি সোনু।

X