কন্নড় ভাষাকে ‘অপমান’এর অভিযোগ, কেরিয়ারে বিরাট ধাক্কা খেলেন সোনু!

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কন্নড় ভাষাকে অপমান করার অভিযোগে এবার বড় বড়সড় বিপাকে পড়লেন সোনু নিগম (Sonu Nigam)। কিছুদিন আগেই বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে গিয়ে বিতর্কিত মন্তব্য করে সমস্যায় পড়েন তিনি। পরবর্তীতে নিজের বক্তব্যের কৈফিয়ত দিয়ে এবং ক্ষমা প্রার্থনা করেও বিপদ এড়াতে পারলেন না তিনি। এবার কর্মসূত্রে বড় ক্ষতির মুখে পড়লেন সোনু (Sonu Nigam)।

কন্নড় ছবি থেকে বাদ সোনুর (Sonu Nigam) গান

কুলাডাল্লি কিল্যাভুডো নামে একটি কন্নড় ছবিতে গান গাওয়ার কথা ছিল সোনুর (Sonu Nigam)। কিন্তু সাম্প্রতিক বিতর্কের পর তাঁকে বাদ দিয়েছেন নির্মাতারা! এক বিবৃতি দিয়ে নির্মাতাদের তরফে জানানো হয়েছে, সঙ্গীতশিল্পী হিসেবে সোনু নিগম (Sonu Nigam) খুবই ভালো। সম্প্রতি এক অনুষ্ঠানে কন্নড় ভাষা নিয়ে তাঁর মন্তব্যে তাঁরা ক্ষুব্ধ। কন্নড় ভাষাকে তিনি যেভাবে অপমান করেছেন তা সহ্য করা সম্ভব নয়। তাই তাঁর গান বাদ দেওয়া হয়েছে।

Sonu nigam song removed from kannada film

নোটিশ জারি গায়কের বিরুদ্ধে: সম্প্রতি অবলাহল্লি থানার তরফে নোটিশ জারি করা হয়েছে সোনুর (Sonu Nigam) বিরুদ্ধে। এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে তাঁকে হাজিরা দেওয়ার জন্য। পুলিশের তরফে জানানো হয়েছে, শান্তি বিঘ্নিত করার অভিযোগ রয়েছে গায়কের বিরুদ্ধে। পাশাপাশি ওই শোয়ের আয়োজকদের বিরুদ্ধেও নোটিশ জারি করা হবে বলে খবর।

আরো পড়ুন : BREAKING: জম্মুতে ড্রোন হামলা পাকিস্তানের, শহরজুড়ে ব্ল্যাক আউট! ড্রোন গুলি করে নামাল সেনা

বিতর্কের কেন্দ্রবিন্দুতে সোনু: ভবিষ্যতে কাজ করায় আপত্তি: এখানেই বিপত্তির শেষ নেই। কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে সোনুর (Sonu Nigam) সঙ্গে আর কাজ করবেন না তাঁরা। উল্লেখ্য, কেরিয়ারে কন্নড় ভাষায় গানও গেয়েছেন সোনু। কিন্তু তাঁর মন্তব্য বড়সড় বিতর্ক তৈরি করেছে দক্ষিণের এই রাজ্যে। যদিও সোনুকে (Sonu Nigam) আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন : নির্বাচনের আগেই জনসমর্থনের জোয়ার, কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগ দিলেন ৬ প্রাক্তন পৌরপ্রতিনিধি

প্রসঙ্গত, সম্প্রতি এক ভিডিও বার্তায় সোনু বলেন, কন্নড় ভাষা এবং মানুষদের তিনি ভালোবাসেন তিনি ভালোবাসেন। গায়ক জানান, প্রথম গানটা যখন তিনি গাইছিলেন, চার পাঁচজন পড়ুয়া রীতিমতো হুমকি দিয়ে তাঁকে কন্নড় ভাষায় গাইতে বলছিল। শ্রোতাদের মধ্যে অনেকেই ছিলেন যারা তাদের চুপ করার কথা বলছিলেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X