সনু নিগমের পাশের মেয়েটি আজ বলিউডের জনপ্রিয় গায়িকা, জানেন তিনি কে?

৩১ জুলাই ছিল জনপ্রিয় গায়ক সোনু নিগমের (Sonu Nigam) জন্মদিন। এদিন একাধিক তারকারা শুভেচ্ছাবার্তা দিয়েছিলেন তাঁকে। সোশ্যাল মিডিয়া চেয়ে গিয়েছিল সোনুর গানে। মঙ্গলবার ৫১ বছরে পা দিলেন তিনি। এদিন কেক কেটে স্পেশ্যাল দিনটি উদযাপন করেছিলেন সোনু (Sonu Nigam)। সোনুর জন্মদিন পালনে মেতেছিলেন একাধিক তারকারাও। ছিলেন জাভেদ আখতার, অনুপ জটেলা, অনু মল্লিক, শঙ্কর মহাদেবন সহ আরও একাধিক সংগীত শিল্পীরা।

মাত্র চার বছর বয়স থেকেই গানের প্রশিক্ষণ নিতে শুরু করেন সোনু। শুরু হয় মঞ্চে উঠে গান গাওয়ার দিনও। তবে, ছোট জায়গায় গান গাইলেও, মনে ছিল অদম্য জেদ ও চোখে বড় স্বপ্ন। এইগুলিকেই ঝোলা বানিয়ে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। মাত্র ১৯ বছর বয়সে বলিউডে নিজের কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন তিনি। অভিনয় করেছিলেন একাধিক ছবিতেও। তবে, মন পড়ে থাকে গানেই। সুর-তাল-লয়ে পোক্ত এই ছেলেটি, হয়ে ওঠে সবার প্রিয়।

Sonu Nigam

মাত্র চার বছর বয়স থেকেই গানের প্রশিক্ষণ নিতে শুরু করেন সোনু (Sonu Nigam)

মঙ্গলবার সোনুর একটি পুরোনো ছবি বেশ ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে কালো ও গোল্ডেন সেডের একটি শেরওয়ানি পড়েছেন তিনি। মুখস্থ করছেন গান। পাশে দাঁড়িয়ে একটি বাচ্চা মেয়ে। মুখে মৃদু হাসি। পরনে নীল সাদা ফ্রক। এই ছবিটি দেখেই উত্তাল হয়ে গিয়েছে মেট দুনিয়া। সবার মুখে একটিই প্রশ্ন। কে এই মেয়েটি?
এই মেয়েটি হলেন আকৃতি কক্কর। হ্যাঁ বলিউডের জনপ্রিয় গায়িকা আকৃতি কক্কর। এই ছবিটি সোনুর জন্মদিন উপলক্ষে পোস্ট করেছিলেন তিনি।

ছবি পোস্ট করে আকৃতি লেখেন, ‘শুভ জন্মদিন। এই ছবিটা আমেরিকার। তখন আমার বয়স মাত্র ১১ বছর। কল্যানজি আনন্দজির লিটল স্টারে আমি প্রতিযোগী ছিলাম। তখনই সোনুজির সঙ্গে একটি গান গাওয়ার সুযোগ হয়েছিল আমার। তবে, তখন জানতাম না যে বড় হয়ে, এই কিংবদন্তিকে ব্যক্তিগত ভাবে জানার সুযোগ পাব আমি। এই পৃথিবীতে যা ভালো রয়েছে সবকিছুই আপনার হোক। আমি এই কামনাই করি।’

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর