নয়ডায় ২০ হাজার পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করছেন সোনু সুদ, দেবেন কাজও

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের পর মানুষের রবিনহুড হয়ে ওঠে বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood) নয়ডায় ২০ হাজার প্রবাসী শ্রমিকদের থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের তাঁদের বাড়ি ফেরার জন্য সাহায্য করা সোনু সুদ গোটা ভারতের মানুষের প্রশংসা কুড়িয়েছেন। আর এবার তিনি এই কাজ করে আবারও চমক দিতে চলেছেন। উনি এও বলেন যে, ওনার ‘প্রবাসী রোজগার” উদ্যোগের মাধ্যমে অনেক শ্রমিক নয়ডার টেস্কটাইল সেক্টরে কাজ পেয়েছে। আর বাকিদের জন্য এখনো কাজ খোঁজা হচ্ছে।

https://www.instagram.com/p/CEQsCS-gl28/

সোনু সুদ ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি ২০ হাজার পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করে খুব খুশি। এই শ্রমিকদের প্রবাসী রোজগার উদ্যোগ অনুযায়ী নয়ডার টেক্সটাইল সেক্টরে কাজ দেওয়া হয়েছে।” সোনু লেখেন, NAEC সভাপতি ললত ঠাকরালের সহায়তায় আমরা সবাই মিলে ২৪ ঘণ্টা পরিযায়ী শ্রমিকদের জন কাজ করছি” সোনু এও আশ্বাস দেয় যে, শ্রমিকদের স্বচ্ছ আবাস উপলব্ধ করানো হবে। জানিয়ে দিই, সোনু দেশের বিভিন্ন প্রান্তে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়ার জন্য একটি অ্যাপ বানিয়েছেন।

images 1590222592597 Sonu Sood site

প্রবাসী শ্রমিকদের রোজগার দেওয়ার জন্য সোনু সুদের অ্যাপে ৪ থেকে ৫ লক্ষ রেডিমেড গার্মেন্টের সাথে যুক্ত মানুষ রেজিস্ট্রেশন করিয়েছেন। এই রেজিস্ট্রেশনের পর শ্রমিকদের কাজে নেওয়ায় শুরু হয়ে গেছে। কিন্তু বড় প্রশ্ন উঠেছিল যে এই শ্রমিকেরা থাকবে কোথায়? শ্রমিকদের থাকার জন্য প্রশাসনের কাছে খালি আবাসের দাবি করা হলে প্রশাসন সেটি পূরণ করে দেয়।

নয়ডা সেক্টর-১২২ এর খালি পড়ে থাকা ৩০০০ আবাস এই শ্রমিকদের থাকার জন্য ব্যবহার করা হবে। NAEC চেয়ারম্যান ললিত থাকরাল বলেন, লকডাউনের সময় অভিনেতা সোনু সুদ যেভাবে শ্রমিকদের সাহায্য করেছে, সেটা আর কেউ করতে পারবেন না। এমনকি উনি এখন তাঁদের কাজ দেওয়ার জন্যও বিশাল উদ্যোগ নিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর