ইউক্রেনে আটকে হাজারো ভারতীয় পড়ুয়া, সরকারের সঙ্গে সাহায‍্য পাঠালেন সোনু সূদও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইউক্রেনে (Ukraine) রাশিয়ার সেনা অনুপ্রেবেশের পরেই ক্রমশ ঘোরালো হয়ে উঠছে পরিস্থিতি। সুর নরম করা তো দূরের কথা, উপরন্তু পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইতিমধ‍্যেই উপর্যুপরি বোমার আঘাতে বহু ইউক্রেনীয় নাগরিকের মৃত‍্যু হয়েছে। তার মধ‍্যে রয়েছেন দুজন ভারতীয় পড়ুয়াও (Indian Students)। বহু ভারতীয় ছাত্রছাত্রীই আটকে পড়েছেন ইউক্রেনে।

আগামী ৮ মার্চের মধ‍্যে অপারেশন গঙ্গার মাধ‍্যমে ৬৩০০ জন ভারতীয়কে উদ্ধার করার পরিকল্পনা করেছে ভারত সরকার। এবার সরকারের এই কর্মকাণ্ডে যোগ দিলেন অভিনেতা সোনু সূদও (Sonu Sood)। ভারত সরকারের তরফে ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নির্দেশ দেওয়া হয়েছে, যেনতেন প্রকারণে সীমান্তের কাছে পৌঁছাতে।


কিন্তু এমন অনেকেই আছেন যাদের বাসস্থান থেকে সীমান্ত অনেকটাই দূর। কিয়েভ ও লিভ শহর থেকে বহু ভারতীয় পড়ুয়াই সোশ‍্যাল মিডিয়া মারফত সোনু সূদ ও তাঁর সংস্থার কাছে সাহায‍্য চেয়েছেন। যথাসম্ভব সাহায‍্যের চেষ্টা করে চলেছেন সোনু। তাঁর সংস্থার তরফে রোমানিয়া ও পোল‍্যান্ডের এমব‍্যাসির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

শুধু তাই নয়, ওই পড়ুয়াদের ইউক্রেনীয় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে সীমান্তে পৌঁছানোর বিকল্প রাস্তা খুঁজছে সোনুর সংস্থা। এমব‍্যাসির দেওয়া তথ‍্য অনুযায়ী কাজ করছে তারা। এছাড়াও কিছু কিছু জায়গায় পড়ুয়াদের জন‍্য পরিবহনের ব‍্যবস্থাও করছে সোনুর সংস্থা।

এর আগে ভারতীয় মব‍্যাসি ও কেন্দ্রীয় সরকারের কাছে সোনু আর্জি জানিয়েছিলেন, ‘ইউক্রেনে ১৮ হাজার ভারতীয় পড়ুয়া এবং বহু পরিবার আটকে রয়েছে। আমি নিশ্চিত যে সরকার তাদের ফেরত আনার জন‍্য যথাসাধ‍্য চেষ্টা করছে। ভারতীয় এমব‍্যাসির কাছে আমার অনুরোধ, ওদের উদ্ধার করার জন‍্য একটি বিকল্প রাস্তা খোঁজা হোক। ওদের সুরক্ষার জন‍্য প্রার্থনা করছি।’

নিজেই সাহায‍্য পাঠানোর পর সোনু লেখেন, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়াদের কঠিন সময় আর আমার জন‍্যও সবথেকে কঠিন পরীক্ষা। ভাগ‍্যবশত আমরা বহু পড়ুয়াকে সুরক্ষিত ভাবে সীমানা পার করাতে পেরেছি। চেষ্টা করতে থাকি। ওদের আমাদের দরকার।’ অনেক পড়ুয়াও ভিডিও বার্তায় জানিয়েছেন কীভাবে সোনু তাদের সাহায‍্য করেছেন।

সম্পর্কিত খবর

X