বিনামূল‍্যে ই-রিক্সা, কঠিন সময়ে ফের দরিদ্রদের পাশে ‘মসিহা’ সোনু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনে (lockdown) পরিযায়ী শ্রমিক ও দরিদ্র মানুষদের জন‍্য ‘সুপারম‍্যান’এর অবতারে হাজির হয়েছিলেন সোনু সূদ (sonu sood)। বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে লকডাউনের সময়। অক্লান্ত পরিশ্রমে যারাই সাহায‍্য চেয়েছেন তাদের জন‍্য ছুটে গিয়েছেন সোনু।

লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায‍্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায‍্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন‍্য ধন‍্য করছেন অভিনেতাকে।


আবারো একবার নিদের মহানুভবতার পরিচয় দিয়েছেন সোনু। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তাদের জন‍্য এবার বিনামূল‍্যে ই রিক্সার ব‍্যবস্থা করলেন অভিনেতা। এই রিক্সাগুলির ব‍্যবস্থাই এমন যাতে এর মাধ‍্যমে ছোটখাট ব‍্যবসাও খুলে বসতে পারেন ওই মানুষরা। এই কঠিন সময় অন‍্যের সাহায‍্যের অপেক্ষা যাতে না করতে হয় সেই কারণেই এই ব‍্যবস্থা করেন সোনু।

https://www.instagram.com/p/CIufgx5gmbI/?igshid=101rsr059w1zp

সম্প্রতি দরিদ্র বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন‍্য নিজের সম্পত্তি পর্যন্ত বন্ধক রেখে দেন সোনু। ১০ কোটি টাকা ঋণ নিয়ে নিজের ৮ টি সম্পত্তি বন্ধক রাখলেন তিনি।

জানা গিয়েছে, মুম্বইয়ের জুহুর শিব সাগর CGHS এ দুটি দোকান ও অভিনেতার ছটি ফ্ল‍্যাট বন্ধক রাখা হয়েছে স্ট‍্যান্ডার্ড চার্টার্ড ব‍্যাঙ্কের কাছে। ১০ কোটি টাকা ঋণের জন‍্য ৫ লক্ষ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে। অভিনেতা ও তাঁর স্ত্রী সোনালির নামে এই সম্পত্তিগুলি রয়েছে বলে জানা গিয়েছে।

অপরদিকে কৃষক আন্দোলনেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সোনু। প্রথম থেকেই কৃষকদের সমর্থনে সরব হয়েছেন অভিনেতা। সম্প্রতি নিজের টুইটার হ‍্যান্ডেলে বিক্ষোভরত কৃষকদের পাশে দাঁড়িয়ে তিনি টুইট করেন, ‘কৃষক আমার ভগবান’। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোনুর এই টুইট। বহু মানুষ ধন‍্য ধন‍্য করতে থাকে তাঁকে।

X