বাংলাহান্ট ডেস্কঃ লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বলিউড (Bollywood) অভিনেতা সোনু সূদ (sonu sood)। দ্বায়িত্ব নিয়ে তাদের বাড়ি পৌঁছে দিচ্ছেন তিনি। টুইটারে উপচে সাহায্যের আবেদন। যদিও তার মাঝেই নানান নেটিজেনের হরেক রকম মজাদার আবদারের জবাবও দিচ্ছেন অভিনেতা হাসি মুখেই।
এক নেটিজেন সোনুকে উদ্দেশ্য করে টুইট করেছেন, তিনি লকডাউনে স্বামীর প্রতি বিরক্ত বাপের বাড়ি যেতে চান। উত্তরে মজা করে সোনু লিখেছেন, তার কাছে এর থেকেও ভাল প্ল্যান আছে, দুজনকেই গোয়া পাঠানো।
লকডাউনে গৃহবন্দী বাবার হয়ে একরত্তি সোনুকে প্রশ্ন করেছিল, তার মাকে দিদার বাড়িতে পাঠাতে পারবেন কিনা? তার উত্তরে অভিনেতা জানিয়েছেন, কাজটা কঠিন হলেও তিনি চেষ্টার ত্রুটি রাখবেন না।
https://twitter.com/SonuSood/status/1266768578402856961?s=19
প্রসঙ্গত, ১১ মে থেকে শুরু করে এখনও পর্যন্ত ২১টি বাসে করে ৭৫০ জন পরিযায়ী শ্রমিককে মুম্বই থেকে কর্ণাটক ও উত্তর প্রদেশ পাঠিয়েছেন তিনি। আরও ১০টি বাস বিহার ও উত্তর প্রদেশের জন্য রওয়ানা হয়ে গিয়েছে। অভিনেতা জানান, পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খন্ডের সরকারের থেকে অনুমতি মেলা এখনও বাকি আছে। আগামী ১০ দিনে একশোর বেশি বাস মুম্বই থেকে ছাড়বে। পুরো ব্যাপারটাই হচ্ছে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে। ৬০ জনের বসার বাসে ৩৫ জন শ্রমিক যাচ্ছেন।
এখনও পর্যন্ত ১০ হাজার শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সোনু ও নীতি। সবটাই নিজেদের অর্থে। ৮০০ কিমি রাস্তার জন্য প্রায় ৬৪ হাজার টাকা খরচ হয়েছে তাঁদের। সেখানেই ১৬০০ থেকে ২০০০ কিমি এ খরচ হয়েছে প্রায় ১ লক্ষেরও বেশি। অভিনেতা জানান, শ্রমিকদের শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছে বাস। বাসে কোনও শ্রমিককে অনাহারেও থাকতে দিচ্ছেন না সোনু। তাঁর কথায়, যতক্ষণ না সব শ্রমিক নিজেদের বাড়ি পৌঁছাচ্ছেন ততক্ষণ তিনি থামবেন না।