দুর্ঘটনায় কাটা পড়েছিল হাত, যুবকের অস্ত্রোপচারের দায়িত্ব নিয়ে কৃত্রিম হাত লাগিয়ে দিলেন সোনু সূদ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে বেশ কিছু অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। কখনো বাড়িতে, অফিসে আয়কর দফতরের হানা, আবার কখনো রাজনৈতিক কারণে বিপদের মুখে পড়েছেন সোনু সূদ (Sonu Sood)। কিন্তু সাধারন মানুষের পাশ থেকে সরে যাননি অভিনেতা। বোন রাজনীতিতে যোগ দিয়েছেন ঠিকই। কিন্তু সোনু রয়ে গিয়েছেন ‘গরিবের মসিহা’ হয়েই।

সম্প্রতি মধ‍্যপ্রদেশের জব্বলপুরের এক যুবকের কাছে দেবদূত হয়ে উঠলেন সোনু। দূর্ঘটনায় একটি হাত বাদ পড়েছিল ওই যুবকের। খবর পেয়েই তার অস্ত্রোপচারের সমস্ত দায়ভার গ্রহণ করেন সোনু সূদ ও তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা। অস্ত্রোপচার করে কৃত্রিম হাত লাগানো হয় ওই যুবকের।


মধ‍্যপ্রদেশের কিষান কংগ্রেসের প্রদেশ মহামন্ত্রী কুঞ্জ বিহারী তিওয়ারি ওই যুবকের দুটি ছবি শেয়ার করে ধন‍্যবাদ জানিয়েছেন সোনুকে। তিনি লিখেছেন, ‘সোনু সূদ জি, আপনার টিম ও সোনু সূদ ফাউন্ডেশনকে অনেক ধন‍্যবাদ। পীড়িতের জন‍্য ঈশ্বর স্বরূপ হয়ে তাকে আরো একবার সমাজে সম্মানের সঙ্গে বাস করার জন‍্য নতুন জীবন দান করলেন।’

এর আগেও এক আহত ব‍্যক্তিকে পাঁজাকোলা করে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোনুর। হাইওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়েন এক ব‍্যক্তি। গাড়ি থেকে বেরোতে পারেননি তিনি। সোনু সূদ ফাউন্ডেশনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, সোনু ও তাঁর দলবল দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত ব‍্যক্তিকে উদ্ধার করার চেষ্টায় রয়েছেন।

কোনো রকমে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকেন সোনু। অজ্ঞান অবস্থায় থাকা আহত ব‍্যক্তিকে দুহাতে তুলে কোলে করে নিয়ে বাইরে আসেন তিনি। অন‍্য একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত ব‍্যক্তিকে। ভিডিওটি ভাইরাল হতে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা।

সম্পর্কিত খবর

X