থাইল‍্যান্ডে আটকে ভারতীয় যুবক, ‘হিন্দুস্তানি ভাই’কে টিকিট পাঠিয়ে দেশে ফেরালেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: কাজের খোঁজে থাইল‍্যান্ডে (Thailand) গিয়েছিলেন ভারতীয় যুবক। কিন্তু জানা যায়, সেই কাজ আসলে ছিল প্রতারণার ফাঁদ। ভারতে ফিরতে না পেরে টুইটারে সাহায‍্য চেয়েছিলেন সাহিল খান নামে ওই ব‍্যক্তি। নিজের দেশে নিজের পরিবারের কাছে ফিরতে চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি। যুবকের আর্তি শুনলেন সোনু সূদ (Sonu Sood)।

লকডাউন কবেই শেষ হয়ে গিয়েছে। কিন্তু বঞ্চিত, অসহায় মানুষদের সমস‍্যা চিরন্তন। নিজের সাধ‍্যমতো ওই মানুষগুলোকে সাহায‍্যের চেষ্টা করেন সোনু। সম্প্রতি অভিনেতাকে ট‍্যাগ করে একটি টুইট করেন সাহিল। তিনি লেখেন, ‘আমি থাইল‍্যান্ডে আটকে পড়েছি আর এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। সোনু স‍্যার আমাকে দয়া করে সাহায‍্য করুন।’

images 1590222592597 Sonu Sood site
সাহিলের টুইটটি নজরে আসতেই সোনু লেখেন, ‘টিকিট পাঠাচ্ছি। পরিবারের সঙ্গে দেখা করার সময় এসে গিয়েছে।’ টিকিট পেতেই ছবি শেয়ার করে সোনুকে ধন‍্যবাদ জানান সাহিল। শুধু তাই নয়, বিমানবন্দর থেকে একটি ভিডিও শেয়ার করে সাহিল জানান, তিনি এর আগে বিভিন্ন ভারতীয় সংস্থাকে টুইট করেছিলেন। কিন্তু কেউ উত্তর দেয়নি।

https://twitter.com/SonuSood/status/1536297291472113665?t=FdJ1HGzXi9wR5TXJIe2uFQ&s=19

সোনুকে ধন‍্যবাদ জানিয়ে সাহিল লেখেন, ‘অবশেষে ভারত পৌঁছালাম। কোনো কথার অবকাশ নেই। সোনু সূদ সত‍্যিই একজন রত্ন। আমি চিরদিন আপনার আরো উন্নতি চাইব। আপনি যা করেছেন, এখন কেউ করে না।’ সোনু উত্তর দেন, ‘আমাদের হিন্দুস্তানি ভাই তুমি। হিন্দুস্তানে ফেরত তো আনতেই হত।’

https://twitter.com/SonuSood/status/1536520511059939329?t=OFaQzVyJqFd846durggiuA&s=19

প্রসঙ্গত, টুইটে সাহিল খান জানান তিনি কাজ পেয়ে থাইল‍্যান্ডে গিয়েছিলেন। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি বুঝতে পারেন যে একটা প্রতারণা চক্র চলছে। তিনি লেখেন, ‘ওরা এখানে প্রতারণা চক্র চালাচ্ছে। শ্রমিকের মতো খাটাচ্ছে, আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে, কোনো ইন্টারনেট নেই। ওদের অনুমতি ছাড়া বেরোনো যাবে না। সোনু সূদের সাহায‍্যে আমি ওই ফাঁদ থেকে বেরোতে পারি।’


Niranjana Nag

সম্পর্কিত খবর