বাংলাহান্ট ডেস্ক: নিজের মহত্ব দিয়ে বারংবার দেশবাসীর মন জয় করছেন সোনু সূদ (Sonu Sood)। করোনা বিদায় নিয়েছে অনেক দিন। কিন্তু অসহায়দের পাশ থেকে সরে আসেননি অভিনেতা। বরং যারই তাঁকে দরকার পড়েছে, সে দেশের যে কোণাই হোক না কেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু।
এবার বিহারের এক আড়াই বছরের শিশুর সাহায্যে এগিয়ে এলেন তিনি। বিহারের নওয়াদার বাসিন্দা ছোট্ট চহুমুখী কুমারী। আড়াই বছরের শিশুটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তার একটি বিশেষত্বের কারণে। ছোট্ট শরীরের সঙ্গে জুড়ে রয়েছে দুটো অতিরিক্ত হাত ও পা।
এক সংবাদ মাধ্যম সর্বপ্রথমে বাচ্চাটির খবর প্রকাশ্যে আনে নেটমাধ্যমে। সন্তানের চিকিৎসার জন্য প্রথমে নওয়াদার সাব ডিভিশনাল অফিসারের কাছে গিয়েছিলেন তার বাবা মা। কিন্তু ফিরতে হয়েছে খালি হাতে।
তারপরেই সোনু খোঁজ পান শিশুটির। সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়ান তিনি। সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন সোনু। সেখানে দেখা গিয়েছে চিকিৎসকরা শিশুটিকে পর্যবেক্ষণ করছেন। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘চিন্তা করবেন না। চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। প্রার্থনা করবেন।’
নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সোনুকে। বাস্তবিকই ‘গরিবের মসিহা’ তিনি। করোনা কালের পরেও অসহায়দের সাহায্যে কোনো কসুর বাকি রাখছেন না সোনু। অভিনেতার কেরিয়ারে উন্নতি হোক, তিনি এভাবেই দরিদ্রের সহায়তায় এগিয়ে আসুন বারবার এই কামনাই করেছেন নেটিজেনরা।
टेन्शन मत लीजिए इलाज शुरू करवा दिया है। बस दुआ करिएगा। https://t.co/gndrRhuNQJ pic.twitter.com/YoCTRoqoir
— sonu sood (@SonuSood) May 28, 2022
এর আগে বিহারেরই জামুই জেলার সীমার পাশে দাঁড়িয়ে তাকে কৃত্রিম পায়ের বন্দোবস্ত করে দেন সোনু। দুর্ঘটনায় একটা পা হারানো সীমা লাফিয়ে লাফিয়ে স্কুলে যায়। একটি ভিডিও টুইট করেছেন সোনু যেখানে দেখা যাচ্ছে, স্কুলের পোশাক পরে এক পায়ে লাফিয়ে লাফিয়ে স্কুলের পথে চলেছে সীমা।
পিঠে ব্যাগ, কিন্তু পায়ে কোনো জুতো নেই। ভিডিওটি শেয়ার করে সোনু লিখেছেন, ‘এবার একটা পায়ে না, দু পায়ে লাফিয়ে স্কুলে যাবে। টিকিট পাঠাচ্ছি। চলুন দু পায়ে হাঁটার সময় এসে গিয়েছে।’ সোনুর এই উদার মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা।