উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে ৫০০ অভিবাসী শ্রমিককে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন অভিনেতা সোনু সুদ

বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা সোনু সুদ (Sonu Sood) উত্তরপ্রদেশ (Uttarpradesh )সরকারের কাছ থেকে ৫০০ অভিবাসী শ্রমিককে(migrant workers) বাড়িতে পাঠানোর অনুমতি নিয়েছিলেন এবং তাদের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। কর্ণাটকে ৩৫০ জন অভিবাসী কর্মীকে দেশে ফেরত পাঠানোর পরে আবারও বাসের ব্যবস্থা করেছেন। তবে কোরোনার এই খারাপ পরিস্থিতিতে আরও তিনটে হাজার অভিবাসী শ্রমিককে বাড়িতে পাঠানোর পরিকল্পনা করছেন অভিনেতা সোনু সুদ। বলিউডের অনেক অভিনেতাই করোনার এই খারাপ পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। কখনো আর্থিক সাহায্য দিয়েছে আবার কখনো রেশন দিয়ে। আর এবার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ালেন সোনু সুদ। এই তালিকায় জুড়ে geloগেলো বলি অভিনেতা সোনু সুদের নাম।

sonu sood

পরিযায়ী শ্রমিকদের নিয়ে সোনুর মত 

শ্রমিকদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সোনু বলেছিলেন যে অভিবাসী শ্রমিকরা বাড়ি থেকে দূরে ক্ষুধার্ত হয়ে রাস্তায় ঘুরে বেড়াতে দেখে খুব দুঃখ হয়। সুতরাং আমি তাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাব। আশা রাখব তারা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে।

শ্রমিকদের ফেরানোর বন্দ্যোবস্ত এবং খাবার দেওয়ার ব্যবস্থা করার হয়েছে 

তাই সোনু তার বন্ধু নিতি গোয়ালের সহায়তায় ৫০০ অভিবাসী শ্রমিককে তাদের বাড়িতে পাঠানোর জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছিল এবং মুম্বাইয়ের ওয়াদালা থেকে লখনউ, হরদই, প্রতাপগড় এবং সিদ্ধার্থনগর সহ ইউপির বিভিন্ন জায়গায় বাস পাঠিয়েছিলেন । তিনি ঝাড়খণ্ড এবং বিহারের জন্য কয়েকটি বাসও পাঠিয়েছিলেন। এমনকি বাসে আসা সমস্ত অভিবাসী শ্রমিকদের অর্থ দিয়ে খাওয়ার ব্যবস্থা করে দেন সোনু সুদ।

সম্পর্কিত খবর